February 17, 2025, 2:44 pm
সাতক্ষীরায় ‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই শ্লোগানে শহরের বিভিন্ন স্থানে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করার জন্য জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা বিআরটিএ ও জেলা ট্রাফিক পুলিশ এ কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড়, পাকাপুল মোড়সহ বিভিন্ন এলকায় নতুন সড়ক পরিবহন-২০১৮ কার্যকর করার জন্য জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের টিআই কামরুল হাসান, হারুন-উর-রশীদ, মোমিন হোসেন, হাসান মল্লিক সার্জেন্ট শরিফুল হাসান, মুকুল হোসেন, মামুনুর রহমান, অনিমেষ, শুভ্রদেব প্রমুখ।
Comments are closed.