July 27, 2024, 8:00 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে

গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে ইউরোপিও ইউনিয়ন ও ইউএন ডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় ওয়েল ফাউন্ডেশনের বাস্তবায়নে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়ে) প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতার জেলার তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম  চলছে। ২০১৭ জুলাই থেকে আগষ্ট ২০১৯ পর্যন্ত মোট মামলার সংখ্যা ১২৭ টি যার মধ্যে ১২৪ টি নিষ্পত্তি হয়েছে। ফৌজদারী মামলা থেকে ৪৯ হাজার ৪শত টাকা, দেওয়ানী মামলা থেকে ৫১ হাজার ৪শত টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। সরকারি কোষাগারে মামলার ফিস বাবদ ১৭৮০ টাকা জমা দেওয়া হয়।  এছাড়া ৪৪ শতক জমি উদ্ধার করা হয়েছে। ইউনিয়নের প্রতি ওয়ার্ডে সচেতনতামূলক বিষয়ে উঠান বৈঠক, মতবিনিময় সভা, যুব কর্মশালা, র‌্যালি, গ্রাম আদালত নাটক প্রদর্শন করা হয়। এ ব্যাপারে সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ জনগণ অল্প সময়ে স্বল্প খরচে সেবা পাচ্ছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com