October 6, 2024, 11:48 pm
সাতক্ষীরার তালা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। বৃহস্পতিবার (৩০মে) উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়।
সরজমিনে দেখা গেছে,তালা মাঝিয়াড়া ও ঘোনা বাজার সড়ক উন্নয়ন কাজ চলমান। কাজটি বাস্তবায়ন করছে আমানত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। একাজের বালি ভরাটের জন্য পার্শ্ববর্ত্তী ঘোনা সরকারী খাল থেকে সামাদ নামের এক ব্যাক্তির মাধ্যমে প্রায় ১৫ দিন ধরে বালি উত্তেলনের কাজ চলছিলো। পরবর্তীতে বালু উত্তোলন বন্ধ হয়।
স্থানীয় ইসলামকাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত বলেন,উপজেলা সহকারী কমিশনারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন বলেন,একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় ভূমি কর্মকর্তাকে বন্ধ করার নির্দেশ দিয়েছি। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে।
Comments are closed.