হাসান আলী বাচ্চু,স্টাফ রিপোর্টার: ২নং নগরঘাটা ও ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২২ অক্টোবর দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচির আওতায় ২০১৯-২০২২ অর্থবছরের ভাতাভোগী নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্যায়ে ধানদিয়ায় ৭৯জন ও পরবর্তীতে নগরঘাটায় ৭৯ জন দরিদ্র মা নির্বাচন করে মাতৃত্বকালীন ভাতা কার্ড প্রদান করা হয়।
ভাতা কার্ড নির্বাচনী কার্যক্রমে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন সুলতানা, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু ও ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ। নগরঘাটা ইউনিয়নে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব মোঃ আব্দুর রাজ্জাক।