January 15, 2025, 9:46 am
হাসান আলী বাচ্চু,স্টাফ রিপোর্টার: পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই শ্লোগান সামনে নিয়ে আজ শনিবার সকালে পাটকেলঘাটা থানা চত্তরে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ এ র্যালী ও কেক কেটে, অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা পুলিশের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল হাই, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, কুমিরা ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, সরুলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার পুলিশিং কমিউনিটি এর সেক্রেটারি সাংবাদিক মফিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্দ্রজিত কুমার সাধু, হোসনেআরা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পাটকেলঘাটা থানা পুলিশের এস আই শাহাদাৎ হোসেন
Comments are closed.