নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে ক্লিন সাতক্ষীরা জেলাকে গ্রীন সাতক্ষীরা কর্মসুচি বিষয়ক মতবিনিময় সভা আগামী ১৯ সেপ্টেম্বর পাটকেলঘাটা নীলিমা ইকোপার্কে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সস্মতি জ্ঞাপন করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এ লক্ষে রবিবার বিকাল ৫টায় পাটকেলঘাটা ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ইউনয়নের সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। কর্মসুচিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার জন্য আহবান জানানো হয়।