পাটকেলঘাটা প্রতিনিধি: ডেঙ্গুর প্রজননক্ষেত্র ধংস বাড়ির চারপাশে ময়লা আর্বজনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে সরুলিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডে ইউপি সদস্যদের পক্ষ থেকে ঔষধ ছিটানো ও সচেতনতা অভিযান চলছে। গতকালও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, মহল্লা, পাড়ায় অভিযান চলেছে। কোথাও কোন ময়লা ও পানি জমে থাকতে দেখলে তা নষ্ট করে দেওয়া হচ্ছে। প্রতিটি স্থানে ঔষধ ছিটানো ডেঙ্গুর প্রজনন স্থান ধ্বংস করা হচ্ছে। চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, আমরা পরিষদের ইউপি সদস্য গ্রাম পুলিশ সদস্যরা বাড়ি বাড়ি যেয়ে ময়লা আর্বজনার নির্জন স্থানে স্প্রে করে মশার বংশ বিস্তারের জায়গা ধ্বংস করা হচ্ছে। ইতোমধ্যে ইউনিয়নের প্রায় ৭০ ভাগ এলাকায় স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।