December 22, 2024, 6:31 am
নিজস্ব প্রতিনিধি: পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতে প্রকাশ্যে মদপানের অপরাধে একমাদক সেবীকে ছয়মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ঐ ব্যাক্তি থানার চোমরখালী গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের পুত্র কোমল রায়(৪২)। পাটকেলঘাটা থানার এস আই শাহাদাৎ হোসেন জানান, শনিবার বিকালে থানার কাশিয়াডাঙা গ্রামে পাটকেলঘাটা নির্বহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড)খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করার সময় কোমল রায়কে আটক করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটেড উপস্থিত থেকে ২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(১)চ,৩৬(ক)টেবিলের ২৫ধারায় তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Comments are closed.