February 17, 2025, 6:20 pm
সাতক্ষীরার পাটকেলঘাটায় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে মাদক বিক্র করে আসছিল। শুক্রবার বেলা ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানার ছোট কাশিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী কেশবপুর উপজেলার বাউশলা গ্রামের তাইজুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক ওরফে টাওয়ার রাজ্জাক (৩৮)। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। সে দীর্ঘ দিন পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের জনৈক আব্দুল বারীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানাসহ বিভিন্ন থানায় মোট ১৮টি মামলা রয়েছে।
Comments are closed.