নিজস্ব প্রতিনিধি: পাটকেলঘাটা বাসস্টান্ডা সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান। এর পর রাত ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিবাস সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিস, তালা পাটকেলঘাটা সার্কেল হুমায়ুন কবির। বক্তরা নির্বিঘ্নে পূজা পালনের জন্য সকলকে আহবান জানান কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্য আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ, শিক্ষক নবকুমার পাইন, গোপাল ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।