July 27, 2024, 2:56 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
পাটকেলঘাটা বাজারে নব্য কোটিপতিরা যখন দখলদার!

পাটকেলঘাটা বাজারে নব্য কোটিপতিরা যখন দখলদার!

পাটকেলঘাটা বাজারে সরকারি সম্পত্তি দখলের মহোৎসব চলছে। আর এ তালিকা রয়েছেন বাজার বনিক সমিতি’র সেক্রেটারীর মত দায়িদ্ব পালনকারী রক্ষকরা। রক্ষক যদি ভক্ষকের ভুমিকায় থাকে তাহলে সাধারণ ব্যবসায়ীরা কি করবে এমন প্রশ্ন সচেতন মহলের। সরেজমিনে দেখা গেছে, পাটকেলঘাটা বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা ডাকবাংলো। এ রাস্তার পুরাতন জনতা ব্যাংকের সামনে ২টি আলিশান বিল্ডিং নির্মাণ করেছেন বাজার বনিক সমিতি’র সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন ভূঁইয়া ও দাদপুরের গ্রামের টিনের ফার্ণিচার ব্যবসায়ী শেখ মওদুত হোসেন মধু। ঐ বিল্ডিং এর সামনে সাতক্ষীরা জেলা পরিষদের সম্পত্তির সাথে রাস্তা আছে। সেই রাস্তা দখল করে মধু পাঁকা ঢালায় দিয়ে ঘর নির্মাণ করেছে। যা সরকারের কোটি টাকার সম্পত্তি বলে জানিয়েছেন এলাকাবাসী। তাঁর পাশেই একই স্টাইলে বিল্ডিং নির্মাণ করেছেন বাজার কমিটির সেক্রেটারী নিজামউদ্দীন ভূঁইয়া। বিল্ডিং এ ওঠার জন্য যে সিঁড়ি সংযুক্ত তা জেলা পরিষদের সম্পত্তি বলে জানিয়েছেন স্থানীয়রা। এবার সিঁড়ি নয় সরাসরি সরকারি সম্পত্তি ও রাস্তার যায়গা দখল করে গত ২ দিন যাবৎ খুঁড়ে ১২ স্কয়ার ফুটের একটি সেপ্টিট্যাংক নির্মাণ করছেন নিজামউদ্দীন ভূঁইয়া। এ বিষয়ে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সম্পত্তির কিছু অংশ নিজের কিছু অংশ জেলা পরিষদের। এ বিষয়ে অন্য দখলকারী মধু এ প্রতিবেদককে জানিয়েছেন, জেলা পরিষদ থেকে অনুমতিপত্র নেওয়ার জন্য রাস্তায় আছি। এখানে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, রাস্তার যায়গা অনুমতিপত্র না নিয়ে ঢালাই দিয়ে ভোগদখল করা কি আইনগত ভাবে অপরাধ না! তাঁছাড়া জনস্বার্থে ব্যবহারের সম্পদ কি কোটি টাকার মালিকরা ইজারা পেতে পারে এমন প্রশ্ন এখন সাধারণের মুখে মুখে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানিয়েছেন, সরকারী সম্পত্তি দখল করা দন্ডনীয় অপরাধ। যদি অনুমিত না নিয়েই ভোগ দখল করে থাকে তবে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com