March 18, 2025, 12:34 am
পাটকেলঘাটা প্রতিনিধি : তালায় মোটরসাইকেল থেকে পড়ে ওয়ালিউল ইসলাম বাচ্চু (৪২) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি তালা উপজেলার জুজখোলা গ্রামের মৃত ওয়াজেদ আলী মোড়লের পুত্র এবং কলারোয়া উপজেলার বদরুন্নেছা বালিকা বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক পদে চাকরি করতেন। শনিবার সকালে স্কুলে যাবার পথে তালা-কলারোয়া সীমান্তবর্তী ধানদিয়া চৌমাথা এলাকায় নিজ মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।নিহতের স্বজনরা জানায়, সকালে বাড়ি থেকে স্কুলে যাবার সময় ধানদিয়া চৌরাস্তার কাছারী মসজিদের কাছে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, একপুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.