January 15, 2025, 7:32 am
মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত জেলার পাটকেলঘাটার ছয় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পাটকেলঘাটা নগর উন্নয়ন কমিটি। বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২ টায় তুফান কনভেনশন সেন্টারে পাটকেলঘাটা আমাজন শপিং সেন্টারের সৌজন্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় খুলনা মেডিকেল কলেজের চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী রাবেয়া সুলতানা মিম, স্যার সলিমুল্যাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আখি, সাতক্ষীরা মেডিকেল কলেজের অংকিত বসাক ও শেখ সামিয়া সাগর, যশোর মেডিকেল কলেজের তাহসীন রীশা, ময়মনসিংহ মেডিকেল কলেজের বাধন ঘোষকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অনলাইনে ভার্চুয়াল যুক্ত থেকে সভাপতিত্ব করেন পাটকেলঘাটা নগর উন্নয়ন কমিটির সভাপতি মাহাফুজুর রহমান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রোগ্রামার খালিদ ইমরান রিপন, মো. জাহান শোয়াইব (রুবেল) ইমন, সিমান্ত, সাগর, রাহুল, অনলাইনে যুক্ত ছিলেন শরিফুল ইসলাম প্রমুখ।
Comments are closed.