February 5, 2025, 6:53 pm
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ৬ জন, নওগাঁ ২ জন, পাবনার ৪ জন। ১৩ জন পুরুষ এবং ৯ জন নারী। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য জানিয়েছেন।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১৩ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন এবং ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজন। এ নিয়ে চলতি মাসের ২২ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৮৯ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১২১ জন আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৬৮ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৩১ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে ভর্তি ছিলেন ৪৩৪ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪৩৪ জনের মধ্যে ২১০ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬৬ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন আছেন ৫৮ জন।
Comments are closed.