May 17, 2024, 11:17 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা

কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা

সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠি কায়পুত্র সম্প্রদায়ের ভুমি সংক্রান্ত বিষয়ে এক এ্যাডভোকেসি সভা বৃহস্পতিবার (২ মে) সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক মো. হুসাইন শওকত।

হেলথ এন্ড সেফটি ফর গালর্স এন্ড ওমেন প্রকল্পের আওতায় অক্সফামের অর্থায়নে ও ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্যা সাইলেন্স এর পরিচালক (প্রকল্প ও কর্মসুচি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, অক্সফামের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফৌজিয়া ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জোছনা দত্ত, সাংবাদিক এম কামরুজ্জামান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ব্রেকিং দ্যা সাইলেন্স সাতক্ষীরার অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, প্রায় ৩’শ বছর ধরে সাতক্ষীরার আলীপুরে খাস জমিতে ১২৬ টি কায়পুত্র (কাওরা) পরিবার বসবাস করে আসছে। বর্তমান সময় এসেও তারা সকল ক্ষেত্রে পিছিয়ে আছে। তাদের না আছে জমি, না আছে বসতঘর। শিক্ষার আলোও সেভাবে পায়নি তারা। খাস জমিতে ঝুপড়ির মধ্যে বসবাস করে। পিছিয়ে পড়া এসব জনগোষ্টির বৈষম্য দূরীকরনসহ তাদের পূর্নবাসন করার পাশাপাশি তাদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com