December 21, 2024, 5:07 pm
তালায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শত শত নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী ও জাতীয় পার্টির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ মনোনয়ন পত্র দাখিল শেষে মিষ্টি বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে তেঁতুলিয়া বাজার চত্বরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী ও জাতীয় পার্টির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত্। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. মশিউর রহমান, তালা উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা মাষ্টার আব্দুল আজিজ, অব: সেনা কর্মকর্তা মো. জামাল উদ্দীন মোড়ল, শেখ জলিল আহমেদ, মো. আজিজুর রহমান শেখ, মো. নজরুল ইসলাম, যুব সংহতি নেতা মো. লিটন হুসাইন, শেখ ইকবল হোসেন, কাজী আসাদ, বাপ্পী শেখ ছাত্র সমাজ নেতা মো. ইউনুচ আলী সরদার, এসএম হাসান আলী বাচ্চু, কাজী জীবন, মো: ফয়সাল হোসেনসহ তালা-কালারোয়া উপজেলার জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন তেঁতুলিয়া শাহী জামে মসজিদের ইমাম মাও. মো. হারুন অর রশিদ। দোয়া ও মোনাজত শেষে মিষ্টি বিতরণ করা হয়।
Comments are closed.