December 21, 2024, 5:18 pm
আসন্ন দ¦াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে তালা সদর ইউনিয়নের জেয়ালা ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেয়ালা ঘোষপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাক্তন তথ্য ও সাংস্কৃতি প্রতিমন্ত্রী ও এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্। জাপা নেতা মো. কেরামত আলী মোড়লের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি,উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও তালা প্রেসক্লাব সাধারন সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম -সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, বিশিষ্ট সমাজ সেবক ঘের ব্যাবসায়ী শ্রী কার্তিক চন্দ্র ঘোষ, জাতীয় পার্টির উক্ত ওয়ার্ড জাপার সহ- সভাপতি আব্দুল আজিজ পাড়, সাধারন সম্পাদক শ্রী পার্থ প্রতীম মন্ডল, তরুন পার্টির কেন্দ্রীয় নেতা ও জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বি. এম বাবলুর রহমান, জাপা নেতা আব্দুল কাদের শেখ, নাসির মোড়ল, জাতীয় যুব সংহতির মিঠু পাড়, জাতীয় ছাত্র সমাজ ওয়ার্ড সাতক্ষীরা জেলা যুগ্ম- সাধারন সম্পাদক সোহাগ মোড়ল, তেঁতুলিয়া সভাপতি ফয়সাল হোসেন, জেয়ালা ওয়ার্ড সভাপতি শামীম সরদার প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিনি মন্ত্রী থাকাকালে দক্ষিন পশ্চিমাঞ্চলে অভাবনীয় উন্নয়ন সুশাসন মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত হয়ে কাজ করে জনকল্যান এর নজির স্থাপন করেন। তাকে নির্বাচিত করলে দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরা ১ আসনে আবার উন্নয়ন সুশাসন মানুষের মধ্যে আন্তরিকতা ফিরিয়ে সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
Comments are closed.