May 16, 2024, 11:13 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
তীব্র তাবদাহে শহরের কাছারিপাড়ায় সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন

তীব্র তাবদাহে শহরের কাছারিপাড়ায় সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: তীব্র তাবদাহে সাতক্ষীরা শহরের কাছারিপাড়ায় সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম এম মজনুর ব্যক্তিগত উদ্যোগে ভ্যানচালক, ইজিবাইক চালক, শ্রমজীবি মানুষ, পথচারী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মাঝে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান। এসময় তিনি বলেন, ‘প্রচন্ড তাপদাহে জনজীবনসহ প্রাণিকুল নাকাল হয়ে পড়েছে। আর এ তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম এম মজনুর উদ্যোগে ভ্যানচালক, ইজিবাইক চালক, শ্রমজীবি মানুষ, পথচারী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মাঝে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানাই। এসময় তিনি সমাজের বৃত্তবানদের এভাবে এগিয়ে আসার আহবান জানান।’ এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ ওবায়দুল্লাহ গযনফর, দলিল লেখক শেখ আজাদ হোসেন, জাহাঙ্গীর আলম মুন্না, সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদু, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুল মাতিন, কামরুল হাসান, জিএম সাইফুল ইসলাম বাপ্পি, সাংবাদিক হাফিজুর রহমান, এম বেলাল হোসাইন, মাসুদ আলী, আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, ঠিকাদার ও দলিল লেখক এম এম মজনু (খোকা) জানান, ‘তীব্র তাবদাহের কারণে মানুষের কষ্টের কথা চিন্তা করে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছি। যতদিন এই গরমের তীব্রতা থাকবে, ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com