January 28, 2025, 10:38 pm
পাটকেলঘাটার কুমিরায় এক এনজিও কর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে । মঙ্গলবার রাত ৮ টার দিকে কুমিরায় নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। বর্তমানে আহত গৃহবধু সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগীর স্বামী ।খোঁজ নিয়ে জানা গেছে ,পারিবারিক বিরোধের কারনে ওই এন জিও কর্মীর স্ত্রীর দিকে দীর্ঘদিন যাবত কু নজর দিয়ে আসছিল তারই প্রতিবেশী চাচাতো ভাই রফিকুল ইসলাম ওরফে সোড়েলের (৩৫)। ঘটনার দিন রাত ৮ টার দিকে চাকরির সুবাদে বাইরে থাকায় মফিদুলের স্ত্রী কাজলের ঘরে ঢোকে লম্পট রফিকুল।এসময় স্ত্রীর আত্মচিৎকার দিলে নিজেকে বাঁচানোর তাগিদে পাশে থাকা রড দিয়ে রফিকুল মাথায় আঘাত করে পালিয়ে যায়। ।পরে তারা স্থানীয় মেম্বার মহাদেব হোড়ের দারস্থ হন। এ বিষয়ে গৃহবধুর স্বামী জানান, আমি চাকরি সুবাদে দীর্ঘদিন যাবত বাড়িতে থাকি না। এই সুযোগে রফিকুল ওরফে সোড়েল আমার স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করেছে । এ ঘটনায় আমি থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবী জানাচ্ছি । পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান,এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।
Comments are closed.