January 15, 2025, 3:04 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
পাটকেলঘাটায় জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ

পাটকেলঘাটায় জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় এক ডিলার ব্যবসায়ী ও সমিতির ম্যানেজারকে জোরপূর্বকভাবে ৬টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে।অভিযোগ সূত্রে জানায়, গত ১৭ জুন তারিখে পাটকেলঘাটায় বসত বাড়ির ভিতরে রাত আনুমানিক সাড়ে ৯টায় দিকে ডিলার ব্যবসায়ী ও সমিতির ম্যানেজার ফারুক হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে জোরপূর্বকভাবে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ঘরের ভিতরের থাকা ৫/৬ জন তাকে ঘরের ভিতরে আটক রেখে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে ১ লক্ষ টাকা নিতে সক্ষম হয়।পরবর্তীতে আসামীরা অস্ত্রের ভয় দেখিয়ে ৬টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। ঘরের ভিতরে থাকা সবাই পরিচিত বলে বাদী ফারুক হোসেন জানান।এ ঘটনায়, বাদী ফারুক হোসেন প্রাণের ভয়ে গত ২৭-৬-১৯ তারিখে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আসামীরা হলেন আসমা বেগম (৪৫), কামরুজ্জামান মিন্টু (৩৬), আব্দুর রহিম সরদার (৫৫), আশরাফুল ইসলাম (৩২)।আদালত অভিযোগটি তদন্ত করে অগামী ২১-০৮-১৯ তারিখে প্রতিবেদন দাখিলের জন্য পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com