January 15, 2025, 10:59 am
পাটকেলঘাটা প্রতিনিধিঃ সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের চাপায় কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহত শিক্ষিকা পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের বায়োলজি বিভাগের প্রভাষক। তিনি পাটকেলঘাটার নওয়াপাড়া এলাকার শেখ শাজাহানের স্ত্রী জাহানারা খাতুন(৩৮)।স্থানীরা জানান, সকাল ১১টার দিকে ভ্যানযোগে কলেজে যাওয়ার পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় পৌছানো মাত্র পাটকেলঘাটার মজুমদারের তেলবাহী ট্রাক পিছন দিকে থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শিক্ষিকা রাস্তার উপর পড়ে গেলে ট্রাকটি তাকে চাপায় দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, এঘটনায় ঘাতক ট্রাক এবং চালককে আটক করা হয়েছে।
Comments are closed.