December 3, 2024, 4:49 pm
আপনার ইউটিউব চ্যানেলে যদি ভিউ বাড়াতে চান তাহলে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। সাবক্রাইব এবং ভিউ যদি কমে যায় সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যালেনের ড্যাশবোর্ড (dashboard) এ গিয়ে এনালাইটিক (analytics) অপশনটি নিরীক্ষা করতে হবে।
সব সময় রিয়েলটাইম ভিউ (real time views) তে গেলে আপনি সহজেই বুঝতে পারবেন কেন আপনার ভিউ কমে যাচ্ছে। তবে যে কোন কারণে আপনি যদি ইউটিউব থেকে সরে যান তাহলে আপনি ভুল করবেন। হতাশা না হয়ে আপনাকে ক্যাটাগরি অনুযায়ী আরো ভালো মানের ভিডিও তৈরি করতে থাকুন। দেখবেন এক সময় আপনার তৈরি করা ভিডিও দর্শকের কাছে পছন্দ হচ্ছে এবং ভিউ বাড়তে শুরু করবে।
Comments are closed.