July 27, 2024, 12:23 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
রোহিত ও রাহুলের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারাল ভারত

রোহিত ও রাহুলের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারাল ভারত

দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল ভারত। বিশ্বকাপে শনিবার লিগ পর্বের শেষদিন লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছে বিরাট কোহলির দল। সেঞ্চুরি করেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল।৯৪ বলে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৩ রান করেছেন রোহিত। এটি রোহিতের হ্যাটট্রিক সেঞ্চুরি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১০২ ও বাংলাদেশের বিপক্ষ ১০৪ রান করেন রোহিত। এবারের বিশ্বকাপে রোহিতের এটি পঞ্চম সেঞ্চুরি। বিশ্বকাপের ইতিহাসে রোহিতই প্রথম ব্যাটসম্যান যিনি এক আসরে পাঁচটি সেঞ্চুরি করলেন। অপর ওপেনার লোকেশ রাহুল করেছেন ১১১ রান।এর আগে শনিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে দলীয় ৫৫ রানে চার উইকেট পড়ে গিয়েছিল তাদের। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুজ ও লাহিরু থিরিমান্নের ব্যাটে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। থিরিমান্নে ব্যক্তিগত ৫৩ রান করে ফিরে গেলেও সেঞ্চুরি করেন ম্যাথুজ। সবমিলিয়ে ভারতকে ২৬৫ রানের লক্ষ্যমাত্রা দেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে তারা।দলের পক্ষে সর্বোচ্চ ১১৩ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ওয়ানডেতে এটি তার তৃতীয় সেঞ্চুরি। মজার বিষয় হলো ওয়ানডেতে ম্যাথুজের তিনটি সেঞ্চুরিই এসেছে ভারতের বিপক্ষে।৩৭ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার বুমরাহ।সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৬৪/৭ (করুণারত্নে ১০, কুসল পেরেরা ১৮, ফার্নান্দো ২০, মেন্ডিস ৩, ম্যাথিউস ১১৩, থিরিমান্নে ৫৩, ডি সিলভা ২৯*, থিসারা পেরেরা ২, উদানা ১*; ভুবনেশ্বর ১০-০-৭৩-১, বুমরাহ ১০-২-৩৭-৩, পান্ডিয়া ১০-০-৫০-১, জাদেজা ১০-০-৪০-১, কুলদীপ ১০-০-৫৮-১)

ভারত : ৪৩.৩ ওভারে ২৬৫/৩ (রাহুল ১১১, রোহিত ১০৩, কোহলি ৩৪*, পান্ত ৪, পান্ডিয়া ৭*; মালিঙ্গা ১০-১-৮২-১, রাজিথা ৮-০-৪৭-১, উদানা ৯.৩-০-৫০-১, থিসারা ১০-০-৩৪-০, ডি সিলভা ৬-০-৫১-০)

ফল : ভারত ৭ উইকেটে জয়ী


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com