মধু চাষে বাংলাদেশের মডেল করুণা রানী
- Update Time :
Friday, July 19, 2019
-
205 দেখা হয়েছে
পরিশ্রম ও আগ্রহকে পুঁজি করে দিনের পর দিন এগিয়ে চলেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক মাত্র নারী মৌচাষি করুণা রানী সরদার (৫২)। ১৭ বছর যাবত সে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় বিভিন্ন সময়ে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহের জন্য মৌবাক্স স্থাপন করে মধু সংগ্রহ করে চলেছে। করুণার বাড়ি সুন্দরবন সংলগ্ন ইউনিয়ন মুন্সিগঞ্জের চুনকুড়ি গ্রামে। সে ভূপেন্দ্র নাথ সরদারের স্ত্রী। এলাকায় জনপ্রিয়তার কারণে গত কয়েক বছর পূর্বে তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।মৌবাক্সোর মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে লালন পালন করে মৌমাছির স্বাভাবিক জীবন যাপনের সাথে মিল রেখে মৌচাষ করে করুণা রাণী এখন স্বাবলম্বী। মৌচাষের আয়ের মাধ্যমে করুণা এখন স্বল্প বিস্তারিত আসছে——–