শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী এবং অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে সিডিও’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (২১ জুলাই) সকাল ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও)’র উদ্যোগে এবং সিডিও ইয়ুথ টিমের শিক্ষা প্রকল্পের আওতায় খাতা কলম বিতরণ করা হয়।
সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ী ইউনিটের সভাপতি রবিউল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম, অত্র কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহ-অধ্যাপক মোস্তফা নুর মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান মুকুল, প্রভাষক শংকর কুমার মন্ডল, সিডিও কাশিমাড়ী ইউনিটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, অর্থ সম্পাদক আরিফ বিল্যাহ, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা, সদস্য ইলিয়াস হোসেন ও স্বপ্না প্রমুখ।