April 27, 2024, 6:31 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
অকটেন ৪ ও পেট্রোল ৩ টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম

অকটেন ৪ ও পেট্রোল ৩ টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম

মধ্যরাত থেকেই জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। প্রতি লিটার অকটেন পাওয়া যাচ্ছে ১২৬ টাকায়। দাম কমেছে ৪ টাকা। এছাড়া পেট্রোল ৩ টাকা কমিয়ে ১২২ টাকা এবং ডিজেল ও কেরোসিন ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সায় বিক্রি হচ্ছে তেলের পাম্পগুলোতে। জ্বালানি তেলের এই দাম শুধু মার্চ মাসের জন্য প্রযোজ্য। এখন থেকে প্রতি মাসে বিশ্ব বাজারের সঙ্গে তেলের দাম সমন্বয় করবে সরকার। প্রায় পৌনে পাঁচ বিলিয়ন ডলার ঋণের শর্ত হিসেবে, সরকারকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে বলে আইএমএফ। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর সেই শর্ত বাস্তবায়ন শুরু করলো সরকার। বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে দাম কমানোর গেজেট জারি হয় বৃহস্পতিবার। জ্বালানি তেলের দাম সামান্য কমলজ্বালানি তেলের দাম সামান্য কমল এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা নির্ধারণ হয়েছে। পেট্রোলের লিটার ৩ টাকা কমে হয়েছে ১২২ টাকা। লিটারে অকটেন ৪ টাকা কমে হয়েছে ১২৬ টাকা।

তবে সর্বশেষ বৃদ্ধি করা দামের তুলনায় এই কমানোর পরিমাণ বেশ কম। এর আগে ২০২২ সালের আগস্টে লোকসানের কারণ দেখিয়ে তেলের দাম বাড়ায় সরকার। তখন ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা, অকটেন ৪৬ ও পেট্রল ৪৪ টাকা বাড়ানো হয়। বিশ্লেষকেরা বলছেন, দাম নির্ধারণ শুধু স্বয়ংক্রিয় পদ্ধতিতে হওয়াই যথেষ্ট নয়। এখাতে বেসরকারি অংশগ্রহণও নিশ্চিত করা দরকার। গবেষণা সংস্থা পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘এখন পর্যন্ত সরকার এটা এককভাবে নিয়ন্ত্রণ করে। সরকারের যতরকম অদক্ষতা আছে, সেটার প্রভাব এটার ওপর পড়ে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং গ্যাস কোম্পানিগুলো অস্তিত্ববিহীন হয়ে যেতে পারে, যদি আমরা প্রাইভেট সেক্টরকে এখানে আসতে দেই। এবং এটা জনকল্যানমুলক হবে। মানুষ অনেকগুলো কোম্পানির কাছে তাদের সুবিধা মতো তেল কিনতে পারবে।’ জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের কলকাতায় এখন ডিজেল ও কেরোসিনের দাম ১৩৪ টাকা লিটার। পেট্রোল ১৫৩ টাকা প্রায়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com