April 26, 2024, 9:19 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
অবসরপ্রপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি’র মতবিনিময় সভা

অবসরপ্রপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি’র মতবিনিময় সভা

Exif_JPEG_420

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বৃহত্তর খুলনার মনিটরিং কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. জিয়ারুল ইসলাম। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুর রব ওয়ার্ছীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাবেক সভাপতি জিয়াউদ্দীন আহমেদ। বক্তারা বলেন, ‘সমাজ ও দেশের কাছে প্রবীনদের অধিকার রয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সরকারি কর্মচারীদের অবদান ছিলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। দেশের জন্য এখনো আমাদের অনেক কিছু করার আছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা নিশ্চিতে কর্মচারী কল্যাণ সমিতি তৈরী করা হয়। সরকারি কর্মচারীদের পেনশন বৈষম্য নিরসন ও প্রবীনদের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি করতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক ডা. একেএম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ আব্দুর সাত্তার, নির্বাহী সদস্য সুজায়েত আলী, কাজী আফজাল বারী,অমল কুমার মিত্র, আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম, মেঘনাধ সাহা, শেখ আব্দুল আজিজসহ সকল সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com