April 27, 2024, 12:06 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
আইনজীবীরাই লিগ্যাল এইড মামলার প্রাণপুরুষ: শেখ মফিজুর রহমান

আইনজীবীরাই লিগ্যাল এইড মামলার প্রাণপুরুষ: শেখ মফিজুর রহমান

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, আইনজীবীরাই লিগ্যাল এইড মামলার প্রাণপুরুষ। সরকারী খরচে গরীবের মামলা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ঠ আইনজীবীদেরকে যথাযথভাবে দায়িত্ব পালন করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, লিগ্যাল এইড’র মামলায় কোন বিচারপ্রার্থী যেন কোন অবস্থাতেই হয়রানীর স্বীকার না হন।তিনি গতকাল বিকাল ৪টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সহযোগিতায় এবং প্যানেল আইনজীবীদের অংশগ্রহনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি’ বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম, পিপি এড. আব্দুল লতিফ, বারের সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম ও জিপি শম্ভু কুমার সিংহ।সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, গরীবের পাশাপাশি ধনীরাও এখন লিগ্যাল এইড’র আওতায় এসেছে, ধনী-দরিদ্র নির্বিশেষে যে কোন ব্যক্তি আইনগত পরামর্শ ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য লিগ্যাল এইড অফিসে দরখাস্ত করতে পারেন। তিনি আরও বলেন, সারা সাতক্ষীরার মানুষ লিগ্যাল এইড অফিসকে যেন তাদের আশার বাতিঘর হিসেবে হৃদয়ে ধারণ করে।সভায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পক্ষে বক্তব্য রাখেন মোঃ ইউনুচ আলী এবং প্যানেল আইনজীবীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সর্ব এড. মূখার্জী প্রবীর কুমার, আসাদুল ইসলাম আসাদ, নজরুল ইসলাম জীবন, নাজমুন্নাহার ঝুমুর, আব্দুল জলিল, মেহেদী হাসান, আশরাফুল আলম বাবু, আকরাম আলী, মুহা. মুনিরুদ্দীন প্রমূখ।সভার শুরুতে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান অস্ট্রেলিয়া থেকে ২ সপ্তাহের প্রশিক্ষণ শেষে দেশে ফেরায় প্যানেল আইনজীবীদের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তার।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com