April 27, 2024, 6:58 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছেন অভিমানী সোহেল তাজ

আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছেন অভিমানী সোহেল তাজ

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন তানজিম আহমেদ সোহেল তাজ।

দীর্ঘদিন ধরেই অজানা কারণে রাজনীতি থেকে দূরে রয়েছেন বঙ্গতাজের পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ। তবে, কি কারণে তিনি রাজনীতি থেকে দূরে রয়েছেন তা তিনি কখনও স্পষ্ট করে বলেননি। বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে তিনি অভিমান করে রাজনীতি থেকে দূরে রয়েছেন। তবে, অভিমান করে থাকলেও আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন সোহেল তাজ।শুক্রবার বিকেলে, আওয়ামী লীগের কাউন্সিল শুরু হওয়ার পর সোহেল তাজকে আমন্ত্রিত অতিথিদের আসনে বসে থাকতে দেখা যায়।২০০৯ সালের ৬ই জানুয়ারি সোহেল তাজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর, একই বছরের ৩১শে হঠাৎ করেই অজানা কারণে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদ ও আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি সৈয়দা জোহরা তাজউদ্দীনের একমাত্র ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।পদত্যাগের পর তাকে রাজনীতিতে ফেরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ অনেক চেষ্টা করেছেন। তারপরেও তাকে রাজনীতিতে ফেরানো সম্ভব হয়নি।এরপর, কেটে গেছে দীর্ঘ সময়। দলে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এবং দুর্নীতিবাজ নেতাদের দল থেকে সরাতে চালানো হয়েছে শুদ্ধি অভিযান। শুদ্ধি অভিযানের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে ২১তম জাতীয় সম্মেলন। আর এই সম্মেলনকে ঘিরে দলের তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা দুর্নীতিবাজদের সরিয়ে সৎ ও যোগ্যদের দেয়া হোক নেতৃত্বের ভার।এরমধ্যেই, অভিমানী সোহেল তাজকে দেখা গেল আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের অনুষ্ঠানস্থলে। তাহলে কি সোহেল তাজ অভিমান ভেঙে ফিরে এসেছেন?


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com