April 27, 2024, 12:10 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
আমি আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: প্রধানমন্ত্রী

আমি আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিমানের সমস্যা দূর করা হবে। কোনো দুর্নীতি হলে মেনে নেওয়া হবে না। বিমানবন্দরের আমলা, এমপি, বাহিনীর প্রধান সবাইকে বলি নিয়ম মেনে চলবেন। বাইরের দেশে গেলে যেমন নিয়ম মেনে চলেন, এখানেও তাই হবে। কোনো অনিয়ম করা যাবে না। তাহলে বিমানে চড়াও বন্ধ হবে। আর একটা কথা সবাই মনে রাখবেন, আমার সারাদিন কোনো কাজ নেই, আমি সারাদিন দেশের কাজ করি। দেশের কোথায় কী হয় সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করি। নজরদারি বাড়িয়ে দেই।শনিবার (২৮ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ ও বাংলাদেশ বিমানের নতুন ড্রিমলাইনার অচীন পাখি ও সোনার তরী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমি আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি। আমি আমার পিতার স্বপ্ন পূরণ করতে চাই। বাংলাদেশ যে উন্নত হতে পারে গত দশ বছরে আমরা তা প্রমাণ করেছি। ১৯৯৬ সালের আগে ঢাকা এয়ারপোর্টের কথা যদি চিন্তা করেন, বোর্ডিং ব্রিজসহ কোনকিছুই ছিল না। বিমানের বহরে যে প্লেন ছিল তা দিয়ে পানি পড়ত। কোনো বিনোদনের ব্যবস্থা ছিল না। দুর্দশাগ্রস্ত অবস্থা ছিল। আমরা বিভিন্ন পদক্ষেপ নিলাম, কাজ শুরু করলাম। তবে উদ্বোধন করে যেতে পারিনি। ২০০৮ সালে যখন ক্ষমতায় আসলাম পূর্ব পরিকল্পনা অনুসারে কাজ শুরু করলাম। ঢাকা, সিলেট ও চট্টগ্রামকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করলাম।প্রধানমন্ত্রী বলেন, বিমানে অনেক সমস্যা ছিল। এ সমস্যাগুলো একে একে সমাধান হচ্ছে। এখন অ্যাপসটা উদ্বোধন করলাম। টিকিট বুকিংসহ সবকিছু এখানে করতে পারবে। তবে বিমানে কোনো কার্গো প্লেন নেই। বিমানের নিজস্ব কার্গো প্লেন প্রয়োজন। তাহলে মালামাল প্রেরণ করা এবং রফতানি-আমদানির সুবিধা হবে। ভবিষ্যতে আমরা কার্গো প্লেন কিনব। থার্ড টার্মিনালের সঙ্গে কার্গো ভিলেজ হবে। কারণ কার্গো প্লেন ছাড়া বিমান লাভজনক হতে পারে না।বিমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। বিদেশি যারা আসেন বা আমাদের যারা বিদেশে কাজ করে যাদের অর্থে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। অনেক সময় তাদের হয়রানি করা হয়। এসব অবশ্য এখন কিছুটা বন্ধ হয়েছে। আমি চাই তাদের যেনো কোনোভাবে হয়রানি করা না হয়। নিরাপত্তার যে নিয়মাবলি আছে আন্তর্জাতিক পর্যায়ে সকল যাত্রীকে তা মেনে নিতে হবে। এখানে সংসদ সদস্যরা আছেন, বাহিনী প্রধান আছেন। আপনারা বিদেশে যান, সেখানে আপনাদের সঙ্গে যে আচরণ করা হয়। সে ব্যবস্থা এখানেও করা হবে। কেউ বাধা দিতে পারবেন না।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com