April 27, 2024, 12:56 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
কলারোয়ায় মন্দিরের সম্পত্তি আত্নসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর জনসংযোগ ‘রাজনগর ইয়াং ষ্টার’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো চারশ’ কেজি আম জব্দ জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
ইতিহাসে প্রতিদিন

ইতিহাসে প্রতিদিন

আজ (শুক্রবার) ২৩ ফেব্রুয়ারি, ২০২৪। ৬২৪ – ঐতিহাসিক খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। ১৭৬৮ – হায়দ্রাবাদের নিজামের সঙ্গে চুক্তি করে কর্নেল স্মিথে ব্রিটিশ আধিপত্য বিস্তার করে। ১৭৭৮ – আমেরিকান স্বাধীনতা যুদ্ধ: কন্টিনেন্টাল আর্মিকে প্রশিক্ষণে সহায়তা করার জন্য ব্যারন ভন স্টুবেন পেনসিলভানিয়ার ভেলি ফোর্জে পৌছান। ১৭৯৯ – ফরাসী সেনা কমান্ডার নেপোলিয়ান বোনাপার্ট মিশর দখলের পর শ্যামে হামলা চালায়। ১৮৩১ – সাপ্তাহিক ‘সংবাদ সুধাকর’ প্রকাশিত হয়। ১৮৫৪ – অরেঞ্জ ফ্রি স্টেটের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ১৮৭১ – লন্ডনে ইউরোপীয় সরকারগুলোর প্রতিনিধিদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৮৮৬ – বিশিষ্ট রসায়নবিদ চার্লস মার্টিন হল মূল্যবান এ্যালুমিনিয়াম উৎপাদনের সুত্র আবিষ্কার করেন। ১৮৮৭ – ফ্রেঞ্চ রিভিয়েরায় ভূমিকম্পের ফলে প্রায় ২,০০০ জন নিহত হয়। ১৮৯৮ – একটি খোলা চিঠি লেখার দায়ে ফ্রান্সে এমিল জোলাকে কারাবাস দেওয়া হয়। ১৯১৩ – মেক্সিকোর পদচ্যুত রাষ্ট্রপতি ফ্রান্সিসকো মাদেরো গুলিতে নিহত হন। ১৯১৭ – রাশিয়ার পিটার্সবার্গে প্রথম আন্দোলনের মাধ্যমে ফেব্রুয়ারি বিদ্রোহের সূত্রপাত হয়। ১৯১৮ – সোভিয়েত লাল ফৌজ প্রতিষ্ঠিত হয়। ১৯১৯ – বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী দল গঠন করে। ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানি সাবমেরিন ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার নিকট উপকূলে গোলাবর্ষণ করে। ১৯৪৪ – সোভিয়েত ইউনিয়ন কর্তৃক চেচেন ও ইংগুশদেরকে উত্তর ককেসাস থেকে মধ্য এশিয়ায় জোরপূর্বক স্থানান্তর শুরু হয়। ১৯৪৫ – আমেরিকান সৈন্য কর্তৃক জাপানি সৈন্যদের পরাজিত করে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ‘আইয়ো জিমা’র সুরিবাচি পর্বত দখল। ১৯৪৭ – দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যানডারডাইজেশন (ওঝঙ) তথা আন্তর্জাতিক মান সংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ – ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হয়। এমনকি গণপরিষদের অনেক বাঙালি সদস্যও তার বিরোধিতা করেন। ১৯৪৮ – পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত কর্তৃক বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের দাবি। ১৯৪৮ – পাকিস্তান গণপরিষদে বাংলাভাষার দাবি প্রত্যাখ্যান। ১৯৫২ – প্রথম শহীদ মিনার নির্মাণ ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। ১৯৫২ – ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন। ১৯৫২ – ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার নির্মাণ। ১৯৬৬ – সিরিয়ায় বাথ পার্টির সদস্য সালাহ জাদিদ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। এর ফলে জেনারেল আমিন আল-হাফিজের নেতৃত্বাধীন পূর্বের বাথপন্থি সরকার অপসারিত হয়। ১৯৬৯ – কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদান। ১৯৬৯ – সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। ১৯৬৯ – গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন। ১৯৭২ – আটক বাঙালিদের প্রত্যর্পণের প্রশ্নে জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের নিকট বঙ্গবন্ধুর জরুরি তারবার্তা প্রেরণ। ১৯৭৩ – রাজবাড়ি ও চুয়াডাঙ্গার জনসভায় বঙ্গবন্ধু। ১৯৭৪ – প্রধানমন্ত্রীর লাহোরের উদ্দেশে যাত্রা ও সেখানে উষ্ণ সংবর্ধনালাভ। তিনি ইসলামিক সম্মেলনে আরবদের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদান করেন। ১৯৭৫ – নেত্রকোনা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল খালেক গুলিতে নিহত। ১৯৭৬ – শেরে বাংলা নগরে বিমান ক্যাডেটদের প্রথম শিক্ষাসমাপনী অনুষ্ঠান। ১৯৭৭ – ফারাক্কার প্রতিক্রিয়া, গোয়ালপাড়া বিদ্যুৎকেন্দ্র অচল। ১৯৭৮ – নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্যবৈঠক। ১৯৭৯ – পল্লীস্বাস্থ্যবিষয়ক সেমিনার উদ্বোধন। ১৯৮০ – যুগোস্লাভ পররাষ্ট্রমন্ত্রী ইওসিপ ফ্লোডেকের ঢাকা আগমন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com