April 27, 2024, 6:35 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
উপজেলা আওয়ামী লীগেরর নেতৃত্ব পেতে প্রার্থীরা মাঠে

উপজেলা আওয়ামী লীগেরর নেতৃত্ব পেতে প্রার্থীরা মাঠে

 খানিকটা সংসদ নির্বাচনের মতোই সম্ভাব্য প্রার্থীরা এখন নির্ধারিত কাউন্সিলদের দ্বারে দ্বারে। রাতদিন তারা কাজ করছেন। তাদের কাছে ভোট প্রার্থনা করছেন। ভোটাভুটি না হলে সমঝোতার ক্ষেত্রেও তাদের সহায়তা চান তারা।জেলার একটি পৌরকমিটি  ও সাতটি উপজেলার কালিগঞ্জ  বাদে বাকি ছয়টি উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়েই চলছে এই তৎপরতা। সম্ভাব্য প্রার্থীরা প্রাথমিকভাবে সভাপতি সম্পাদকের অলিখিত প্যানেল তৈরি করেছেন। সে অনুযায়ী তারা দৌড় ঝাঁপ দিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার কাজে নেমেছেন।তবে কলারোয়া উপজেলা কমিটি গঠন জটিলতার পাকে পড়েছে। এই উপজেলার বর্তমান সেক্রেটারি আমিনুল ইসলাম লাল্টু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে জয়লাভ করায় তিনি এ নির্বাচনে প্রার্থী হবার যোগ্যতা হারিয়েছেন। তিনি এই উপজেলায় কাউন্সিল না করার সুপারিশ করে বলেন বর্তমান সভাপতির  একক সিদ্ধান্তে তৈরি করা কাউন্সিলদের নিয়ে প্রকৃত ভোটাভুটি হতে পারে না। তবে বর্তমান সভাপতি ফিরোজ আহমেদ স্বপন বলেন, ২৯ নভেম্বর ৪৩০ জন কাউন্সিলরকে নিয়ে নিয়মতান্ত্রিকভাবেই নির্বাচন হবে। এই উপজেলায় সভাপতি পদে ফিরোজ আহমেদ স্বপন ও সাবেক সাংসদ বিএম নজরুল ইসলামের নাম শোনা যাচ্ছে। সম্পাদক পদে সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ভিপি মোরশেদ, আরাফাত হোসেন, কাজী শাহজাদা ও চেয়ারম্যান রবিউল ইসলাম প্রতিদ্বন্দ্বীতায় নামবেন।এদিকে তালা উপজেলা কমিটির সভাপতি পদে বর্তমান সভাপতি শেখ নুরুল ইসলাম ও খোরশেদ আলম প্রার্থী হচ্ছেন। সম্পাদক পদে বর্তমান সেক্রেটারি উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ইকতিয়ার হোসেন, মীর জাকির ও সরদার মশিয়ার প্রার্থী হতে পারেন। ৪ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে কাউন্সিলর ৪৫৬ জন।সদর উপজেলার বর্তমান সভাপতি এসএম শওকত হোসেন উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় প্রার্থী হতে পারছেন না। তবে সভাপতি পদে আসতে চান বর্তমান কমিটির সেক্রেটারি শেখ শাহজাহান আলি, বৈকারি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে ও সাবেক সভাপতি শহিদুল ইসলাম। এছাড়া সেক্রেটারি পদে মোস্তাফিজুর রহমান নাসিম, এনসান বাহার বুলবুল, বল্লী ইউপি সেক্রেটারি ওবায়দুর রহমান লাল্টু ও বাঁশদহা ইউপি সেক্রেটারি মফিজুর রহমান সরদার। এখানে  কাউন্সিলর ৫২০ জন। ৫ ডিসেম্বর ভোটাভুটি হবার কথা রয়েছে।সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবু সায়ীদ এবারও সভাপতি পদপ্রার্থী। তার বিপরীতে রয়েছেন শেখ আবু নাসের। সেক্রেটাির পদে বর্তমান সেক্রেটারি শাহাদাত হোসেন, আনিস খান চৌধুরী বকুল ও ফিরোজ আহমেদ প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। এখানে কাউন্সিলর ৩৪০ জন। আগামি ৫ ডিসেম্বর ভোটাভুটি হবার কথা রয়েছে।এদিকে আশাশুনি উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বীতায় নামছেন বর্তমান সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। তার বিপরীতে রয়েছেন সাবেক সংসদ সদস্য ডা. মোকলেছুর রহমান। সেক্রেটাির পদে এড. শম্ভু চরন মন্ডল, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও হুমায়ুন কবির সুমন রয়েছেন। উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বর্তমান সেক্রেটারি শহিদুল ইসলাম পিন্টু এবার ভোটে অংশ নিতে ব্যর্থ হয়েছেন। এখানে কাউন্সিলর ৪২৭ জন। ৩০ নভেম্বর কাউন্সিল হবার কথা রয়েছে।দেবহাটা উপজেলার কমিটি নির্বাচনে বর্তমান সভাপতি মো. মুজিবর রহমান প্রার্থী হচ্ছেন। তার বিপরীতে রয়েছেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল গনি ও মো. নজরুল ইসলাম। সেক্রেটারি পদে বর্তমান সেক্রেটারি  মো. মনিরুজ্জামান, হাজি রফিকুল ইসলাম ও শেখ আবদুর রউফের নাম শোনা যাচ্ছে। এখানে কাউন্সিলর ২৩৩ জন। ১ ডিসেম্বর নির্বাচন হবার কথা।শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ কমিটি নির্বাচনে এবারও প্রার্থী হচ্ছেন বর্তমান সভাপতি ও সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন পর্যন্ত কেউ ঘোষণা দেননি। সেক্রেটারি পদে বর্তমান সেক্রেটারি উপজেলা চেয়ারম্যান মো. আতাউল হক দোলন এবং সাবেক সেক্রেটারি মো. আনিসুর রহমান মাঠে রয়েছেন। আগমি ২ ডিসেম্বর এখানে কাউন্সিল হবার কথা। কাউন্সিলর ৪৫৮ জন।উপজেলা কমিটি গঠন প্রসঙ্গে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, কালিগঞ্জ উপজেলা নির্বাচন গত ৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। অন্য উপজেলা ও পৌর কমিটি নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে। নতুন করে কোনো কাউন্সিলর নয়, আগের কাউন্সিলদের সমন্বয়ে এসব নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, প্রথমে সমঝোতামূলক কমিটি গঠনের চেষ্টা করা হবে। সমঝোতা ব্যর্থ হলে নির্বাচন হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com