April 27, 2024, 5:50 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ সময় কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।শ্যামনগরের দক্ষিণ ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়: শ্যামনগরের দক্ষিণ ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর বেলা ১১টায় এসএমসি’র সভাপতি মো. বুলবুল ইসলামের সভাপতিত্বে ফল ঘোষণা করেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হেলাল। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুস সালাম মোড়ল, প্রাক্তন প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর কবির, আইয়ুব আলী, কামরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়।জয়নগর প্রি-ক্যাডেট স্কুল: শ্যামনগর উপজেলার জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের চলতি সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় স্কুল চত্বরে জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলী আফসার গাজীর সভাপতিত্বে উক্ত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এইউএম গোলাম বারী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা টিএম সোহরাব হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোশারফ হোসেন, ইউপি সদস্য রাজগুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নুরমোহাম্মদ সরদার, সমাজসেবক আনোয়ার হোসেন ঢালী, অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ার, আওয়ামী লীগ নেতা গাজী আনোয়ার হোসেন মিন্টু, দৃষ্টিনন্দন দারিদ্র কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী, স্কুলের অভিভাবক সদস্য হাবিবুল¬াহ পাড়, মো. কামাল হোসেন, সমাজসেবক আদম আলী মোল¬া, মেহেদুর রহমান প্রমুখ। ফলাফল ঘোষণা করেন জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. আজহারুল ইসলাম।আলিপুর মাধ্যমিক বিদ্যালয় ও আম্বিয়া শিশু নিকেতন: সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও বেগম আম্বিয়া শিশু নিকেতন বিদ্যাপিঠের ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আলিপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মুজিবুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক হাবিবুল্লাহ এবং পরিচালনায় ছিলেন শিক্ষক মেছবাহউদ্দীন। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কালিগঞ্জের খুব্দীপুর প্রাইমারি স্কুল: কালিগঞ্জের ধলবাড়িয়ার ২৬নং খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল সোমবার বেলা ১১টায় প্রকাশ করা হয়েছে।ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য জিএম ফজলুল হকের সভাপতিত্বে ও মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, সাবেক ইউপি সচিব স ম আব্দুর রশিদ, সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম মুকুল, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম মোহাম্মাদ আলী, প্রধান শিক্ষিকা সন্ধ্যা রাণী বিশ্বাস, আব্দুল খালেক, সহকারী শিক্ষিকা হোসনেয়ারা খাতুন প্রমুখ। অনুষ্ঠান থেকে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।কলারোয়া বেত্রবতী হাইস্কুল: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণাসহ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আব্দুল জব্বার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী শিক্ষক আনারুল ইসলাম, মাওলানা আব্দুদ দাইয়ান, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল, সমীর কুমার সরকার, অভিভাবক রাণী বিশ্বাস, রোকসানা পারভীন পারুল প্রমুখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। একই অনুষ্ঠানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মশিউর রহমান। ডুমুরিয়ার মডেল সপ্রাবি: ডুমুরিয়ার সাজিয়াড়া (মডেল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ে আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।শ্যামনগর শিশু শিক্ষা নিকেতন: সোমবার সকালে শ্যামনগর উপজেলা সদরে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নৃত্য, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও মা সমাবেশের আয়োজন করা হয়।বিদ্যালয়ের এসএমসি সভাপতি মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাড.জহুরুল হায়দার বাবু, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, প্রধান শিক্ষক সেলিনা কাজল, ইউপি সদস্য দেলোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং সকলকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com