April 27, 2024, 5:33 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৩ সম্পন্ন

এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৩ সম্পন্ন

দক্ষিণা বাতাসে যুক্তির সপ্তমী সুর” স্লোগানে শনিবার “এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৩” খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বর্ণিল এ আয়োজনে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ চেয়ারম্যান একেএম শোয়েবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালযের ছাত্র বিষয়ক পরিচালক শরীফ হাসান লিমন। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ও পরিচালক ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ খুলনা অঞ্চলের আহবায়ক তারক চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. রবিউল হাসান, খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ খুলনা অঞ্চলের মডারেটর মো.তাকদীরুল গনী। দিনব্যাপী এ উৎসবে বর্ণাঢ্য, উদ্বোধনীপর্ব, প্রদর্শনী শিশু বিতর্ক, প্লানচেট ডিবেট, সনাতনী বিতর্ক, বারোয়ারি বিতর্ক, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, উন্মুক্ত কুইজ, তারকা-আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণীসহ বর্ণিল আয়োজনে মুখরিত হয়ে উঠে। খুলনা বিভাগের দশটি জেলার স্বনামধন্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের বিতর্কপ্রেমী প্রায় ছয়শতাধিক শিক্ষক-শিক্ষার্থীসহ দেশসেরা বির্তর্কিকেরা এ অনুষ্ঠনে অংশ নেন। ডিবেট অ্যান্ড ক্যারিয়ার স্কুলিং প্রোগ্রাম ২০২৩ এর সমাপনী পর্বে ডিবেট এন্ড ক্যারিয়ার স্কুলিং প্রোগ্রামের, রেক্টর, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর মহাপরিচালক এম আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মো.শামীমুল আহসান শামীম। বিশেষ অতিথি ছিলেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মহাসচিব আশিকুর রহমান আকাশ। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ খুলনা অঞ্চল এর প্রধান উপদেষ্টা ও সরকারি সুন্দরবন আদর্শ কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমানের সভাপতিত্বে উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা.মেহেদী নেওয়াজ। অতিথিরা তাদের বক্তব্যে বলেন আজকের বিতার্কিকরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার। বিতর্ক শিল্পকে সারাদেশের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি যুক্তিবাদী তারুণ্যদীপ্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) অবিরামভাবে কাজ করে যাচ্ছে। একুশ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় ইতোমধ্যে ১৫টি জাতীয় বিতর্ক উৎসব, ৮টি জাতীয় মেডিকেল বিতর্ক উৎসব, প্রায় ৩৮ টি বিভাগীয় বিতর্ক উৎসবসহ ৬টি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব সফলভাবে সম্পন্ন করেছে। এনডিএফ বিডি ৭ম খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৩ সম্পন্নআমেরিকান কর্নার খুলনা এর পৃষ্ঠপোষকতায় স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ এ খুলনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।সকলের অংশগ্রহণে যুক্তি উৎসব মহামিলন মেলায় রূপান্তরিত হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com