April 27, 2024, 5:39 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কক্সবাজারে আত্মসমর্পণকারী ৯৬ জলদস্যুর জামিন

কক্সবাজারে আত্মসমর্পণকারী ৯৬ জলদস্যুর জামিন

জামিন পেয়েছে কক্সবাজারের মহেলখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণকারী ৯৬ জলদস্যু। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল তাদের জামিন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, অন্যকোনো মামলা না থাকলে বুধবারতারা কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পাবেন। জলদস্যুদের জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, ২০১৯ সালের ২৩ নভেম্বর সাংবাদিক আকরাম হোসাইনের মধ্যস্থতায় মহেশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে এসব জলদস্যুরা আত্মসমর্পণ করেছিল।

ওই সময় দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে সরকারের পক্ষ থেকে এসব জলদস্যুদের সবধরনের সহায়তার প্রতিশ্রুতি দেয়া হয়। তারই ধারাবাহিকতায় বিজ্ঞ আদালত আইনি প্রক্রিয়া শেষে দীর্ঘ শুনানির পর মঙ্গলবার দুপুরে ৯৬ জন জলদস্যুকে জামিন দিয়েছে।

জামিন পাওয়া জলদস্যুরা হলেন- মহেশখালীর আইয়ুব বাহিনীর প্রধান আইয়ুব আলী, সেকেন্ড ইন কমান্ড আবু শামা, কালারমারছড়ার আলোচিত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান জিয়া, তার বাহিনীর মানিক, আয়াতুল্লাহ, আবদুস শুকুর, সিরিপ মিয়া, একরাম ও বশিরসহ ১৫ জন।

কালামারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক শরীফের অনুসারী হিসেবে পরিচিত কালা জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর আলম, সদস্য আবুল, সোনা মিয়া, জমির উদ্দীন বাহিনীর অন্যান্য সদস্যরা।

মহেশখালীর নুনাছড়ির মাহমুদুল্লাহ বাহিনীর প্রধান মো. আলী, সেকেন্ড-ইন-কমান্ড বদাইয়াসহ ১৫ জন, ঝাপুয়ার সিরাজ বাহিনীর প্রধান সিরাজ- উদ-দৌলাহ, নলবিলার মুজিব বাহিনীর প্রধান মজিবুর রহমান প্রকাশ শেখ মুজিব এবং কুতুবদিয়ার লেমশিখালীর কালু বাহিনীর প্রধান পিচ্চি কালু। তাদের মধ্যে জাফর আলমসহ ১৫-২০ জন অস্ত্র কারিগর রয়েছে।

আসামিদের পক্ষে কক্সবাজার জেলা বারের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ, লিগ্যাল এইডের আইনজীবী মোকতার আহমদ, সেলিম উদ্দিন রাজু, রহমত উল্লাহ, রবিউল হোসেন, মোশারফ হোসেন টিটু, নুর সোলতান, নুরুল হুদাসহ অন্তত ১৫ জন আইনজীবি উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ২৩ নভেম্বর কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে অস্ত্র, গুলাবারুদসহ ১২ বাহিনীর ৯৬ জন জলদস্যু র‍্যাবের কাছে আত্মসমর্পণ করে। ওই সময় জলদস্যুরা ১৫৫টি দৈশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ২৭৩ রাউন্ড গোলাবারুদ জমা দেয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com