April 27, 2024, 7:27 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কপোতাক্ষ নদের পাড়ের গ্রামে কালবৈশাখী ঝড়

কপোতাক্ষ নদের পাড়ের গ্রামে কালবৈশাখী ঝড়

কপোতাক্ষ নদের দুই পাড়ের কলারোয়া, কেশবপুর, মনিরামপুর, ঝিকরগাছাসহ অন্তত ৪টি উপজেলায় কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। মঙ্গলবার বিকেলে এই ঝড় আঘাত আনে। এতে এলাকার কমপক্ষে ১২টি হাটবাজার, ২৪টি গ্রাম, ৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধীক দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কলারোয়া উপজেলার খোরদো বাওড় সংলগ্ন খোরদো, দলুইপুর, দেয়াড়া, গড়গড়িয়া, কপোতাক্ষ সংলগ্ন চাকলা গবিন্দপুর, ভরতপুর, পারখাজুরা, নোয়ালী, মশ্বিমনগর, রামপুর, মোবারেকপুর, ঝাপা, পাচপোতা, ঝিকরগাছা উপজেলার বাকড়া, নগর, দিগদানা, মাটশিয়া, মকন্দপুর, ছিমুলিয়া কেশবপুর উপজেলার, পাজাখোলা, চাদড়া, ত্রিমুহিনী, গোবিন্দপুর, বরনডালী, কলারোয়া উপজেলার, সরসকাঠি, ক্ষেত্রপাড়া, বামনালী, কামারালী, তালুন্দিয়া, তরুলিয়া যুগিখালী, রায়টা, ছলিমপুর, আলাইপুর, কুশোডাঙ্গা, লক্ষীখোলা, ঢেপা, মেহমানপুর, কলাটুপি, সাকদাহ, চিতলা, ধানঘোরা, রঘুনাথপুর, হেলাতলা, তুলশীডাঙ্গা, মির্জাপুর, আগুনপুর, হামিদপুর, ফজিলাপুর, বামনখালী, ওফাপুর, বসন্তপুর, গাজনা, বদ্দিপুর, সিংহলাল, বাটরা, গ্রাম ও সড়কের শত শত আম কাঁঠাল শিশুগাছের ডাল ভেঙে গেছে। পাটুলিয়া গ্রামের বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। যুগিখালী জামেমসজিদ সংলগ্ন সড়কের পাশের নারিকেল গাছ উপড়ে পড়েছে। দলুইপুর ও ছলিমপুর সড়কে শিশুগাছ পড়ে সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। খোরদো পাটুলি, ছলিপুর রায়টা, কুশোডাঙ্গা, দেয়াড়া, গড়গড়িয়া, কামারালী, সাকদাহ, কাশিয়াডাঙ্গা, চাকলা কাঠালতলা, পাটুলি, কলাটুপি, সরসকাটি, বামনখালী, ওফাপুর হাটবাজারের, শতাধিক দোকানঘরের টিনের চাল ঝড়ে উড়ে গেছে। ঝড়ে উড়া টিনের আঘাতে দলুইপুর গ্রামের নির্মাণ শ্রমিক কাশেম আলীর পুত্র আছরোপ (৪০) আহত হয়েছে। এলাকার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে গেছে। ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কপোতাক্ষের পাড়ের বাড়িঘর, গাছ ও শিক্ষা প্রতিষ্ঠান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com