April 27, 2024, 6:35 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
করোনা : একদিনে সাড়ে তিন লাখ আক্রান্ত!

করোনা : একদিনে সাড়ে তিন লাখ আক্রান্ত!

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় নবেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় সোয়া তিন লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৯ লাখ সাড়ে ১৯ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি সাড়ে ৮৬ লাখ।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১২ সেপ্টেম্বর, শনিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৯ লাখ ১৯ হাজার ৫৭৭ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫ লাখ ৭৪ হাজার ২৮৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭১ লাখ ৫৫ হাজার ৬৫৫ জন করোনারোগী, যাদের মধ্যে ৬০ হাজার ৮৮৯ জনের অবস্থা গুরুতর।

আক্রান্তের হিসেবে সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্ত বেড়ে ৬৬ লাখ ৩৬ হাজার ২৪৭ জনে দাঁড়িয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ লাখ ৫৭ হাজার ৩৭৯ জনের শরীরে এখন পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে।। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১০ লাখ ৫১ হাজার ৮৭৪ জন ও পেরুতে পঞ্চম সর্বোচ্চ ৭ লাখ ১০ হাজার ৬৭ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো— কলম্বিয়া (৭ লাখ ২ হাজার ৮৮ জন), মেক্সিকো (৬ লাখ ৫৮ হাজার ২৯৯ জন), দক্ষিণ আফ্রিকা (৬ লাখ ৪৬ হাজার ৩৯৮ জন), স্পেন (৫ লাখ ৭৬ হাজার ৬৯৭ জন) ও আর্জেন্টিনা (৫ লাখ ৩৫ হাজার ৭০৫ জন)।

কোভিড-১৯ মহামারীতে প্রাণহানিতেও শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে পৃথিবীর সর্বোচ্চ ১ লাখ ৯৭ হাজার ৪২১ জন এখন পর্যন্ত মারা গেছেন। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন মানুষের মৃত্যু হয়েছে। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ৭৭ হাজার ৫০৬ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৭০ হাজার ১৮৩ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪১ হাজার ৬১৪ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে— ইতালি (মৃত্যু ৩৫ হাজার ৫৯৭ জন), ফ্রান্স (মৃত্যু ৩০ হাজার ৮৯৩ জন), পেরু (মৃত্যু ৩০ হাজার ৩৪৪ জন), স্পেন (মৃত্যু ২৯ হাজার ৭৪৭ জন) ও ইরান (মৃত্যু ২২ হাজার ৯১৩ জন)।

এছাড়া কলম্বিয়ায় ২২ হাজার ৫১৮ জন, রাশিয়ায় ১৮ হাজার ৩৬৫ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫ হাজার ৩৭৮ জন, চিলিতে ১১ হাজার ৮৫০ জন, আর্জেন্টিনায় ১১ হাজার ১৪৮ জন, ইকুয়েডরে ১০ হাজার ৮৩৬ জন, বেলজিয়ামে ৯ হাজার ৯১৯ জন, জার্মানিতে ৯ হাজার ৪২৩ জন, কানাডায় ৯ হাজার ১৬৩ জন, ইন্দোনেশিয়ায় ৮ হাজার ৫৪৪ জন, ইরাকে ৭ হাজার ৮৮১ জন, বলিভিয়ায় ৭ হাজার ২৫০ জন, তুরস্কে ৬ হাজার ৯৫১ জন, পাকিস্তানে ৬ হাজার ৩৭০ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ২৫২ জন, সুইডেনে ৫ হাজার ৮৪৬ জন, মিসরে ৫ হাজার ৬০৭ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, বাংলাদেশে ৪ হাজার ৬৬৮ জন, সৌদি আরবে ৪ হাজার ২১৩ জন, ফিলিপাইনে ৪ হাজার ১০৮ জন, রোমানিয়ায় ৪ হাজার ১০০ জন, ইউক্রেনে ৩ হাজার ৭৬ জন, গুয়াতেমালায় ২ হাজার ৯২৯ জন, পোল্যান্ডে ২ হাজার ১৬৯, হন্ডুরাসে ২ হাজার ৪৯ জন ও সুইজারল্যান্ডে ২ হাজার ২০ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯ মহামারী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com