April 27, 2024, 10:11 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কলাপাড়ায় সেতু ভেঙ্গে খালে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দূর্ভোগ

কলাপাড়ায় সেতু ভেঙ্গে খালে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দূর্ভোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নে জয়বাংলা বাজার সংলগ্ন সেতুটি ভেঙ্গে খালে পড়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্র ছাত্রী ও শিক্ষক এবং স্থানীয় লোকজন। ঘূর্ণিঝড় বুলবুল তান্ডবের দুইদিন পর গত ১৩ নভেম্বর ভোরে সেতুটি হঠাৎ ভেঙ্গে সাপুড়িয়া খালের মধ্যে পড়ে যায়।শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন ডিঙ্গি নৌকায় করে আসা যাওয়া করতে হচ্ছে। এতে ঝুঁকি থাকায় অনেক শিশু শিক্ষার্থীকে অভিভাবকরা স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। এছাড়া সেতু ভেঙ্গে পড়ায় জয়বাংলা বাজারের দেড় শতাধিক ব্যবসায়ী ও ছয়টি গ্রামের মানুষ পড়েছে চরম দূর্ভোগে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের মাঝামাঝি সাপুড়িয়া খালের পাশে ২০১২ সালের দিকে জয়বাংলা বাজারটিতে স্থায়ী বসতি ও বেচাকেনার হাঠ বসে। এ বাজারের পাশেই সাপুড়িয়া খালের উপর আয়রণ সেতুটি নির্মিত হয় ১৯৮৭-৮৮ সালের দিকে। ছয়টি গ্রামের প্রায় দশ সহ¯্রাধিক মানুষ এ সেতু দিয়ে কলাপাড়া উপজেলা সদরসহ বিভিন্ন বাজার ও স্কুৃল-কলেজে যাতায়ত করে। এ সেতু দিয়ে প্রতিদিন মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়. পশ্চিম মিঠাগঞ্জ আশ্রাফুল উলুম কেরাতুল কোরআন কওমী মাদ্রাসা, আলীগঞ্জ আরামগঞ্জ দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরামগঞ্জ মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও আহম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা যাতায়াত করে। এছাড়া কলাপাড়া সদরে কলেজে আসতেও এই সেতু পার হতে হয় শিক্ষার্থীদের।শিক্ষার্থী রিমা, আনিসা ও রিমন জানায়, এই ভাঙ্গা সেতু দিয়ে স্কুল-মাদ্রাসায় আসা যাওয়া করতে গিয়ে প্রায় দূর্ঘটনা ঘটতো। সেতু দিয়ে খালে পড়ে যেতো অনেক শিশু। আর এখন তো সেতুই খালে পড়ে গেছে। এখন খেয়ার করে পার হতে হয়। এখনতো আরও বেশি ভয় করে। যারা সাঁতার জানে না তারা এখন স্কুলেও আসে না।মাদ্রাসা শিক্ষক মাওলানা মো.মানসুর বিল্লাহ বলেন, সেতু ভেঙ্গে পড়ায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই সহ¯্রাধিক শিক্ষার্থী পড়েছে দূর্ভোগে। যোগাযোগ বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কমে গেছে। একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন,বছর শেষ। স্কুল-মাদ্র্র্সাা গুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখন সেতু ভেঙ্গে পড়ায় প্রতিদিন শিশুদের খেয়া নৌকায় স্কুল মাদ্রাসায় নিয়ে যেতে হচ্ছে। অনেক অভিভাবক খেয়া পারের ভয়ে সন্তানদের স্কুলে পাঠাতে সাহস পাচ্ছেন না।জয়বাংলা বাজার সমিতির সভাপতি আঃ কাদের মৃধা বলেন,এ সেতুটি ভেঙ্গে পড়ায় এখন বাজারের দেড় শতাধিক ব্যবসায়ী বিপাকে পড়েছে। মালামাল পরিবহন করতে না দেখা দিয়েছে পণ্য সংকট। স্থানীয় উদ্যোগে ভেঙ্গে পড়া সেতুর পাশে বাজারে গ্রামগুলোতে যোগাযোগ সচল রাখার জন্য একটি ডিঙি নৌকার খেয়া দেয়া হলেও তাতে জনপ্রতি নেয়া হচ্ছে দশ টাকা করে।মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন বলেন, কয়েক দিনের মধ্যেই ওই জয়বাংলা বাজারে আমরা লোজজনের চলাচলের জন্য একটি বাঁশের সাকুর ব্যবস্থা করবো।কলাপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আব্দুল মান্নান জানান, জয়বাংলা সেতুটি ভেঙ্গে একটি বেইলি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। ৪১ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মানে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। জাইকা এ সেতু নির্মানে অর্থায়ণ করবে। এ প্রস্তাবনাটি অনুমোদন হলে সেতু নির্মান কাজ শুরু হবে। তবে এখন মানুষের চলাচলের জন্য ভেঙ্গে পড়া সেতুর জায়গায় একটি বাঁশের সাঁকো নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা সচল করা হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com