April 27, 2024, 12:42 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর জনসংযোগ ‘রাজনগর ইয়াং ষ্টার’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো চারশ’ কেজি আম জব্দ জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল
কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে সেমিনার

কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে সেমিনার

২০২১-২২ অর্থ বছরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে ডিএই, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হকের সভাপতিত্বে রোভিং সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সিএসও (বি আর আর আই) কর্মকর্তা কৃষিবিদ ড. তাহমিদ হোসেন আনসারী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি জেলা প্রশিক্ষণ অফিসার এস.এম খালিদ সাইফুল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবহাওয়া অধিদপ্তর সাতক্ষীরার অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, দেবহাটা কৃষি অফিসার শরীফ মো. তিতুমীর, সদর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার অমল ব্যানার্জী প্রমুখ। উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি অফিসার, কৃষক ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ ২ শতাধিক ব্যক্তিরা রোভিং সেমিনারে অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার ও আশাশনি উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com