April 27, 2024, 9:21 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কেশবপুরে মামলা থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলা

কেশবপুরে মামলা থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলা

কেশবপুরে মামলা থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার রাজনগর বাঁকাবর্শী গ্রামের মৃত জব্বার আলী সরদারের ২ নং রাজনগর বাঁকাবর্শী মৌজায় হাল ১৮৮৬ ও সাবেক ১২৩১ দাগে ১ একর ১২ শতক ধানী জমি রয়েছে। যা পৈত্রিক সূত্রে তাঁর ৫ পূত্র এবং তার ওয়ারেশগণ ভোগ-দখল করে চাঁষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু বিভিন্ন সময়ে তাদের একটি প্রতিপক্ষ উক্ত জমি জবরদখলের পায়তারা করে আসছে। গত ৮ ফেব্রুয়ারি ঐ জমিতে ধানের চারা রোপন করেন মৃত জব্বার আলী সরদারের পূত্র ইসলাম সরদার ও হযরত সরদার এবং তাদের আরো ৩ ভাইয়ের ওয়ারিশগণ। কিন্তু গত ১০ ফেব্রুয়ারি গভীর রাতে প্রতিপক্ষরা উক্ত ১ একর ১২ শতক জমির ধান নষ্ট করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। জমির ধান নষ্ট করে দেওয়ায় দরিদ্র পরিবারের মানুষগুলো দিশেহারা হয়ে পড়ে। এব্যাপারে মৃত জব্বার আলী সরদারের পূত্র ইসলাম সরদার জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত উক্ত ১ একর ১২ শতক জমিতে ধান চাঁষ করে আমাদের ৫ ভাইয়ের পরিবারের সন্তানরা কোন রকমে জীবন-যাপন করে আসছি। এলাকার শহীদ, আলতাফ, মজিদ, বাবু, সুমন, সবুজ, রিপন-সহ অজ্ঞাত ব্যাক্তিরা ১০ ফেব্রুয়ারি গভীর রাতে ঐ জমিতে রোপনকৃত সকল ধান নষ্ট করে দিয়ে ৫০ হাজার টাকার ক্ষতি সাধান করে। পরবর্তীতে ইসমাইল সরদার ও হযরত আলী সরদার এবং তাদের আরও তিন ভাইয়ের ওয়ারিশগণ দেরিতে হলেও উক্ত জমিতে পুনরায় ধানের চারা রোপন করেন। সার ওষুধ ও পানি দিয়ে পরিচর্যার কারণে নাবিতে ধানের ফলন আসে । ধান পরিপক্ক না হলেও পূর্বপরিকল্পিতভাবে গত শুক্রবার সকালে শহীদ মোড়ল, আলতাফ মোড়ল, রিপন ও মনিরুজ্জামান এর নেতৃত্বে দেশীয় অস্তে সজ্জিত হয়ে ২০/২৫ জন উক্ত ধান কাটা শুরু করে। এ সময় আব্দুর রশিদ, শাহানারা বেগম, মর্জিনা বেগম, লিপি খাতুন, খাদিজা বেগম ধান কাটতে বাধা দিলে তাদের উপর হামলা করা হয়। দেশীয় অস্ত্রের হামলায় তারা মারাত্মক আহত হয়। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে প্রথমে কেশপুর হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রতিপক্ষের কাউন্টার মামলার আসামি রাজনগর বাঁকাবাশি গ্রামের মিজানুর রহমান মোল্যার পুত্র হাসান মোল্যা গতকাল আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে রাজনগর বাঁকাবাশি নতুন বাজারে আসলে মজিদ খাঁর পুত্র মনিরুজ্জামান বাবু ও আলতাফ হোসেনের পুত্র রিপন হোসেন তাকে হত্যার উদ্দেশ্যে প্রথমে টর্চ লাইট ও পরে হাতুড়ি দিয়ে বেদম মারপিট করে। মারাত্মক অবস্থায় হাসান মোল্যাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানা গেছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com