April 27, 2024, 7:18 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কৈখালীতে শমসের ঢালীর মৎস্য ঘেরে লুটপাটের অভিযোগ

কৈখালীতে শমসের ঢালীর মৎস্য ঘেরে লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়াখালী গ্রামে সাবেক মেম্বার আব্দুল গাজীর বাড়ির পাশে অবস্থিত কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী হাজী শমসের ঢালীর দীর্ঘদিনের শান্তিপূর্ণভাবে ভোগদখলীয় ডিডকৃত ১৫০ বিঘা জমির উপরে নির্মিত মৎস্যঘেরে দফায় দফায় লুটপাট ও ঘেরের বাসা ভাঙচুর সহ নানাবিধ ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিগত ২০০১ সাল থেকে হাজী শমসের ঢালী জয়াখালী গ্রামে ১৫০ বিঘা জমি ও এলাকার স্থানীয় জনসাধারণের নিকট থেকে বৈধভাবে মৎস্য চাষাবাদের নিমিত্তে ডিড নেয় এবং শ্যামনগর মৎস্য অফিস থেকে অনুমোদন নিয়ে শান্তিপূর্ণভাবে মৎস্যঘের পরিচালনা করে আসছে। কিন্তু জয়খালি গ্রামের একদল স্বার্থন্বেসী মহল লাভ ও লোভের বশবর্তী হয়ে হাজী শমসের ঢালীর নিকট থেকে অতিরিক্ত অর্থ ও উৎকোচের দাবিতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র করতে থাকে এবং হাজী শমসের ঢালীর চলমান মৎসঘেরের বেড়িবাধ, ঘেরের বাসা, কল, পাটা, গই, পানি উঠানো পাইপ সহ নানাবিধ স্থানে ভাঙচুর ক্ষয়ক্ষতি লুটপাট করে আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ টাকার সম্পদ লুটপাট ক্ষয়ক্ষতি ধ্বংস ও আত্মসাৎ করেছে। এই ঘৃণিত বিষয়টি নিয়ে মৎস্যঘের মালিক হাজী শমসের ঢালীর শান্তিপূর্ণ সমাধানের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নিকট দফাদফায় আবেদন করেও কোন ফল পায়নি উল্টো চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ঘের মালিক হাজী শমসের ঢালীর মৎসঘের নিয়ে উষ্কানি দিয়ে ষড়যন্ত্র অবলম্বন করতে থাকে এবং বারবার হাজি শমসের ঢালীর পরিষদে ডেকে হয়রানি ও কালক্ষেপণ করতে থাকে বলে অভিযোগে হাজ্বী হাজী শমসের ঢালী জানান। তিনি আরও জানান, মৎসঘেরটি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বাড়ির পাশে হওয়ায় চেয়ারম্যান নিজেই ঈর্ষান্বিত হয়ে গোপনে উস্কানি দিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও ফেসবুকে প্রশাসনের বিভিন্ন স্থানে মিথ্যা তথ্য দেওয়া সহ কিছু লোক কে বাদী সাজিয়ে ওই দরখাস্তে নিজের সুপারিশ করে এবং কতক নারী পুরুষের উপস্থিতি করে মানববন্ধন করে ক্ষতি করেছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে কৈখালী ইউপি চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনসহ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ এবং উর্ধতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি দ্রুত সমাধানের জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তোভোগী হাজ্বী শমসের ঢালী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com