April 27, 2024, 11:04 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কোনো প্রটোকল নেই ছাত্রলীগের, এই প্রথাই বাতিল

কোনো প্রটোকল নেই ছাত্রলীগের, এই প্রথাই বাতিল

দীর্ঘ দিনের প্রটোকল প্রথা ভেঙে ঢাকার রাস্তায় সাদামাটা চলছেন বাংলাদেশ ছাত্রলীগের দুই শীর্ষনেতা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয়  ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। দেখা যাচ্ছে সভাপতি আল-নাহিয়ান খান জয় মোটর সাইকেল ড্রাইভিং করছেন, আর তার পিছনে বসে আছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এমন দৃশ্য কিন্তু স্বপ্ন নয়, এখন রাজধানীতে বাস্তবে তাদের দেখা যাচ্ছে।কয়েকটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগের দুই শীর্ষ নেতার জীবন যাপনে নেই কোন আভিজাত্যের ছোয়া। আগের শীর্ষ নেতাদের জীবন যাপনে যেই জৌলুশ ছিল, তার কিছুই নেই জয় ও লেখকের মাঝে।সূত্রে জানা গেছে, এখন তাদের নেতার পিছনে দিন রাত বাইক প্রটোকল দিতে হয় না সাধারণ নেতা-কর্মীদের। সময় মতো পড়াশোনা এবং নির্দিষ্ট সময়ে রাজনীতির একটা নতুন রুটিন এনে দিয়েছেন আল-নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। এতে করে উজ্জীবিত ছাত্রলীগের নেতা কর্মীরা।বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদ্য সাবেক সহ-সভাপতি মাকসুদ রানা মিঠু সারাদিন ডট নিউজ বলেন, আল-নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার চাওয়াকে প্রাধান্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা আগের মতোই স্বাভাবিক জীবন যাপন করছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে হলে থেকে নেতৃত্ব চালিয়ে যাচ্ছে।১৪ সেপ্টেম্বরে শোভন -রাব্বানীর পদত্যাগের পর বাংলাদেশে ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতি আল-নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, কোন রকম প্রটোকল ছাড়া চলাচল করেন ছাত্রলীগের এই দুই শীর্ষ নেতা।এ প্রসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সারাদিন ডট নিউজ-কে বলেন, আমাদের সংগঠনটি ঐতিহ্যবাহী ও পুরাতন। যাতে কোনো মানুষ আমাদের এই প্রটোকল নিয়ে বিরক্ত না হয়, তার জন্যই এই প্রথা বাতিল করেছি। আর আমরা বর্তমানে প্রটোকলের রাজনীতিতে বিশ্বাসী নই।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com