April 27, 2024, 12:09 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কয়রায় জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

কয়রায় জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

খালি হাত এসেছো খালি হাত চলে যাবে , যা কিছু আজ তোমার সেটা অন্যদিন কারো ছিল ,পরশু সেটা আরো কারো হয়ে যাবে । আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন , সেটাই তোমার দুঃখের কারণ।” “যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পেছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। “ভগবান শ্রীকৃষ্ণের মুখরিত বাণী” পরমব্রহ্ম লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম শুভ আর্বিভাব তিথী জন্মাষ্টমী উপলক্ষ্যে কয়রায় স্মরণ কালের সর্বশ্রেষ্ঠ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ই আগষ্ট দুপুর ১২ টায় শোভাযাত্রাটি কয়রা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ঢাক, ঢোল ও বাদ্য যন্ত্রের শব্দে শোভাযাত্রাটি মুখরিত হয়ে উঠে। আনন্দের কলতানে শ্রীকৃষ্ণের এ শোভাযাত্রায় মধ্য বয়সী থেকে শুরু করে অংশগ্রহণ পরে শোভা যাএাটি কয়রায়রা শ্রীশ্রী সনাতন ধর্ম মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শুরু হয়ে কয়রার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কয়রা দক্ষিণচক শ্রীশ্রী কালি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কয়রা উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ অম্বিকা চরণ সানার সভাপতিত্বে ও প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার ম-ল, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, কয়রা উপজেলা শাখার সভাপতি জিএম মহসিন রেজা, কয়রা উপজেলা চেয়রাম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, কয়রা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কয়রা উপজেলা শাখার সভাপতি বাবু বিজয় কুমার সরদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য প্রশান্ত কুমার ম-ল ও নিতাই ম-ল, অধ্যক্ষ অদ্রীশ আদিত্য ম-ল, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র ম-ল, সুজিৎ কুমার রায়, ব্রজেন্দ্র নাথ যোদ্দার, দেবীরঞ্জন ম-ল, মৃণাল কান্তি ঘোষ, কয়রা শ্রীশ্রী সনাতন ধর্ম মন্দিরের সভাপতি হরপ্রসাদ রায়, সাধারণ সম্পাদক জগদীশ মজুমদার, সাধারন সম্পাদক ধীরাজ রায়, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের খুলনা জেলা সহসভাপতি ও কয়রা উপজেলা সভাপতি অরবিন্দ কুমার ম-ল, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কয়রা উপজেলা শাখার আহবায়ক অভিজিৎ মহলদার, সাংবাদিক মনিরুজ্জামান মনু, কয়রা উপজেলা যুব ঐক্য পরিষদের সহসভাপতি প্রভাষক ত্রিনাথ ম-ল, কার্তিক কুমার বিবেক, ও অসিত ম-ল, জেলা যুব ঐক্য পরিষদের সহআদিবাসীবিষয়ক সম্পাদক দয়াল মু-া, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব সুদীপ সরকার সহ কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ মতুয়া পরিষদ, বৈষ্ণব সম্প্রদায়, সৎসঙ্গ পরিষদ, সত্যধর্ম পরিষদ, শিক্ষক, সাংবাদিক ও সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের তিন সহস্রাধিক কৃষ্ণভক্ত ধর্মীয় শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com