April 27, 2024, 10:55 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
খুলনার বিশিষ্ঠ সাংবাদিক লিয়াকত আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

খুলনার বিশিষ্ঠ সাংবাদিক লিয়াকত আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

খুলনা সংবাদপত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক ও প্রকাশক কিংবদন্তী সাংবাদিক লিয়াকত আলীর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা সংবাদপত্র পরিষদ এ স্মরণ সভা ও দোয়া মহফিলের আয়োজন করে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে স্মরণ সভার শুরু হয়। কোরআন তিলাওয়াত শেষে সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। স্মরণ সভার আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে তার অসুস্থ স্ত্রী দি ডেইলি ট্রিবিউনের সম্পাদক বেগম ফেরদৌস আলীর সুস্থতা কামনা করা হয়।স্মরণ সভায় সভাপতিত্ব করেন খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফ উল হক। সঞ্চালনা করেন খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. মোস্তফা সরোয়ার।বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেব আলী, দৈনিক অনির্বাণের সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ, সাপ্তাহিক কোলাহলের সম্পাদক ড. জাকির হোসেন, দৈনিক আজকের তথ্যের সম্পাদক মো. নজরুল ইসলাম, দৈনিক ঢাকা টাইমসের খুলনা ব্যুরো প্রধান আবু হাসান, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোর্টার অমিয় কান্তি পাল, দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা, একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু, দৈনিক মানব জমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের সহ-সম্পাদক সোহেল মাহমুদ ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান।এসময়ে উপস্থিত ছিলেন, দৈনিক দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক তথ্যের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, সাপ্তাহিক সত্যের সন্ধানের সম্পাদক এড. ফরিদ আহমেদ, দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমেদ আলী খান, এনটিভি খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব, দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন কুমার সাহা, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইয়েদুজ্জামান সম্রাট, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, হাসান আহমেদ মোল্লা, আনোয়ারুল ইসলাম কাজল, আবু হেনা মোস্তফা জামাল পপলু, কৌশিক দে, মো. শামীমুজ্জামান, হেদায়েত মোল্লা, রফিউল ইসলাম টুটুল, হাসান হিমালয়, মাহবুবুর রহমান মুন্না, ওয়েদুজ্জামান বুলু, মাসুম বিল্লাহ, রীতাউজ্জামান, আসাফুর রহমান কাজল, দিপংকর রায়, উত্তম সরকার, আব্দুল জলিল, হারুন-অর-রশীদ, নুর হোসেন জনি, আব্দুল মালেক, এমডি অসীম, অভিজিৎ পাল, সোহাগ দেওয়ান, আওয়াল শেখ, ফটো সাংবাদিক বাপ্পি খান ও নাজমুল হক পাপ্পু।বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনের মাধ্যমে খুলনাঞ্চলের সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন লিয়াকত আলী। খুলনা প্রেসক্লাবকেও তিনি রাজনীতিমুক্ত রেখে সার্বজনীন করেছেন। তিনি ছিলেন প্রযুক্তিবান্ধব ও সুবক্তা। খুলনা বিশ্ববিদ্যালয়, রূপসা সেতু, সোলার পার্ক, শিল্পকলা একাডেমি, খুলনা আধুনিক রেল ষ্টেশনসহ বহুসংখ্যক উন্নয়ন কর্মকান্ডের স্বপ্নদ্রষ্টা, দাবি উত্থাপন এবং বাস্তবায়নে সমন্বয়ের বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা পালনকারী কিংবদন্তী সম্পাদক ছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ নভেম্বর রাতে লিয়াকত আলী ঢাকাস্থ হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com