April 27, 2024, 7:21 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
খুলনা এখন উন্নয়নের মহাসড়কে : সিটি মেয়র

খুলনা এখন উন্নয়নের মহাসড়কে : সিটি মেয়র

মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নকে প্রাধান্য দিয়েছেন। সে কারনেই রূপসা শিপইয়ার্ড বাইপাস সড়কে তৃতীয় বারের মত তিনি ২৫৯ কোটি টাকা অর্থ বরাদ্দ দিয়েছেন। খুলনার সড়ক, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি আরো বলেন, খুলনা এখন উন্নয়নের মহাসড়কে। সবাইকে সঙ্গে নিয়েই দেশ ও জনগণের উন্নয়ন করতে হবে। মনে রাখতে হবে, এককভাবে কোনো সরকারের পক্ষে একটি দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে। সেজন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের মানুষের কাছে গিয়ে তাদের উন্নয়নের কথা বুঝিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করতে হবে। শুক্রবার বাদ মাগরিব ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত রেকসোনা কালাম লিলির পরিচিতি ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জিয়াউল ইসলাম মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যড. আইয়ুব আলী শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড় বিষয়ক সম্পাদক শেখ মো. ফারুক হাসান হিটলু, এ্যড মো. সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, ফয়জুল ইসলাম টিটো, নজরুল ইসলাম তালুকদার, কাউন্সিলর আরিফুর রহমান মিঠু, মোস্তফা কামাল, এ্যড. জেসমিন পারভিন জলি, প্রার্থী রেকসোনা কালাম লিলি, ইকতিয়ার উদ্দিন মোল্লা, সাথী, মাকসুদা আক্তার পাখি, হোসনে আরা বেগম। সভা পরিচালনা করেন শামীমুর রহমান শামীম। এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকাল ১০টায় লবণচরায় ইসলামাবাদ ইব্রাহীমিয়া এতিমখানা ও হিফজুল কুরআন মাদ্রাসার ফাতেমা খাতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com