April 27, 2024, 9:18 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিবর্যস্থ

গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিবর্যস্থ

ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে পাইকগাছায় শনিবার সকাল থেকে শুরু হয়ে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বৈরী আবহাওয়ায় রোববারও একই অবস্থা বিরাজ করায় স্বাভাবিক জীবন-যাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। এতেকরে বিপাকে রয়েছে স্থানীয় দিনমজুর ও নিন্ম আয়ের মানুষরা। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে আগামী দুই-তিন দিন দেশে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। আগামী দুদিন এরকম আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে তা স্বাভাবিক হতে শুরু করবে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
উপজেলার বিভিন্ন এলাকার একাধিক ভ্যান চালকদের সাথে কথা বলে জানা গেছে, শনিবার সকাল থেকে শুরু হওয়া রোববার পর্যন্ত অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টিতে তাদের রোজগার একেবারেই কমে গেছে। তাছাড়া পাইকগাছা-কয়রা রাস্তার কাজ চলমান এমনিতেই বেশ কিছুদিন বিপাকে রয়েছেন তারা। আর চলমান গুড়ি গুড়ি বৃষ্টিতে কাল সারা দিনে ২শ’ টাকাও আয় করতে পারেননি বলেও জানান তারা।
উপজেলার কপিলমুনি এলাকার ইয়াছিন নামে আরো একজন জানান, রোববার তিনি সারা দিনে ১০০টাকাও রোজগার করতে পারেননি। আরো দু তিন দিন এমন বৈরী আবহাওয়া চলতে থাকলে স্বপরিবারে না খেয়ে থাকতে হবে বলেও জানান তিনি।
এব্যাপারে, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারালেও গভীর নিন্মচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে শনিবার সকাল থেকে দিনভর ও আজ রোববার উপজেলার বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যার ফলে শনিবার সকাল থেকে সারাদিন সূর্যের দেখা মেলেনি। আজও একই অবস্থা বিরাজমান। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে যা মঙ্গলবার থেকে স্বাভাবিক হতে পারে। এদিকে বৈরী আবহাওয়া ও দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিতে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম কিছুটা ব্যাঘাত ঘটছে বলেও জানান তিনি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com