April 27, 2024, 8:55 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
ছাত্রদল নেতার কারণে পদ হারালেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি!

ছাত্রদল নেতার কারণে পদ হারালেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি!

ছাত্রদলের এক নেতার সঙ্গে নামের মিল থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতির পদ হারিয়েছেন বলে দাবি করেছেন রুহুল আমিন। ছাত্রদলের ওই নেতা পাশাপাশি এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুর হোটেল এক্সে সংবাদ সম্মেলনে সদ্য অব্যাহতি পাওয়া ছাত্রলীগের রুহুল আমিন বলেন, তিনি কখনও ছাত্রদলের ছিলেন না। তার পার্শ্ববর্তী গ্রামে রুহুল আমিন নামে ছাত্রদলের এক নেতা রয়েছেন। তার বাবার নাম নজরুল ইসলাম। ২০০৬ সালে ওই রুহুল আমিনকে কাউলতিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।ছাত্রলীগ নেতা রুহুল আমিন বলেন, আমার বয়স যখন মাত্র ১৫-১৬ বছর। পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতি ও গুরুত্বপূর্ণ নানা দায়িত্ব পালন করে আসছি। হঠাৎ করেই একটি প্রতিপক্ষ নজরুল ইসলামের ছেলে ছাত্রদল নেতা রুহুল আমিনের সব কাগজপত্র তার বলে কেন্দ্রে পাঠানোর পর গত মঙ্গলবার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগ নেতা রুহুল আমিন এর প্রতিকার চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আবেদনও করেছেন বলে জানান।এদিকে ছাত্রলীগ নেতা রুহুল আমিনের কথা উল্লেখ করে গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান বলেন, রুহুল আমার বাল্যবন্ধু। আমরা এক সঙ্গেই ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম। রুহুল কখনও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়নি। রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়ে আজ তাকে এই পরিণতি বরণ করতে হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রদল নেতা রুহুল আমিনের নামে সঙ্গে মিল থাকায় ছাত্রলীগ নেতা রুহুল আমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। রুহুল আমিন ছাত্রলীগের একজন ত্যাগী নেতা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com