April 27, 2024, 12:45 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর জনসংযোগ ‘রাজনগর ইয়াং ষ্টার’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো চারশ’ কেজি আম জব্দ জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল
জলবদ্ধতা থেকে পৌরবাসীকে মুক্তি দিতে পরিকল্পিত নগরায়ন গড়ে তুলবো: নাছিম ফারুক খান মিঠু

জলবদ্ধতা থেকে পৌরবাসীকে মুক্তি দিতে পরিকল্পিত নগরায়ন গড়ে তুলবো: নাছিম ফারুক খান মিঠু

আব্দুর রহমান: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোলে মো. আলাউদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু। এসময় তিনি বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে সাতক্ষীরা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে পারবো। সাতক্ষীরা পৌর এলাকার বিভিন্ন সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যার মুল কারণ অপরিকল্পিত নগরায়ন গড়ে উঠেছে। পরিকল্পিত নগরায়ন গড়তে হবে। তাহলে জলবদ্ধতার হাত থেকে পৌরবাসী মুক্তি পাবে। আমি নির্বাচিত হতে না পারলেও সব সময় মানুষের পাশে থেকে কাজ করবো। বিগত দিনেও যেভাবে মানুষের সেবা করেছি যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য কাজ করে যাবো।’ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজাহান, শিরিনা আক্তার, ইমামুল ইসলাম শরিফ, সিরাজুল ইসলাম, শাফিন আরমান খান, মনোয়ারা বেগম প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ভোটারদের মাঝে নারকেল প্রতীকের লিফলেট প্রদান করেন মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল জলিল।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com