April 27, 2024, 5:54 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
*জয় ও পুতুল আ’লীগের সম্মে’লনের মধ্য দিয়ে নে’তৃত্বে আসছেন?*

*জয় ও পুতুল আ’লীগের সম্মে’লনের মধ্য দিয়ে নে’তৃত্বে আসছেন?*

*ক্ষম’তাসীন আওয়ামী লীগের প্রায় সব সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সম্মে’লন শেষ। সম্মে’লনেরই দিন প্রতিটি সংগঠনের ক’মিটি ঘো’ষণা করা হয়েছে। দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো থেকে বা’দ পড়েছেন বি’তর্কিত নে’তারা। এবার মূল সংগঠনের কাউ’ন্সিলের পালা। আগামী ২০-২১ ডিসেম্বর ঐতিহাসিক সোহ’রাওয়ার্দী উদ্যা’নে আওয়ামী লীগের জাতীয় কা’উন্সিল। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি গুছিয়ে এনেছে দলটি। সম্মেল’ন ঘিরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এবং ধানমণ্ডির দলের কার্যালয় নে’তাকর্মীদের পদচারণায় মুখর থাকে সবসময়।**সেখানে ভিড় করা নে’তাকর্মীদের মধ্যে ঘুরেফিরে আলোচনায় আসছে আওয়ামী লীগের পরবর্তী নে’তৃত্বে কে আসছেন। বিশেষ করে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসছেন সেটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। দলে নতুন কে আসছেন, কে বা’দ পড়ছেন এ নিয়ে নানা গুঞ্জ’ন ডালপালা ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই সন্তান প্রযু’ক্তিবিদ সজীব ওয়াজেদ জয় ও অটি’জম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের নামও আলো’চনায় উঠে এসেছে। ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠেয় সম্মেল’নের মাধ্যমে তাদের আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসার খবর শোনা যাচ্ছে। তবে তারা নিজ থেকে এমন আগ্রহের কথা দলের কোনো মহলে এখনো জানাননি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও এ বিষয়ে কোনো কিছু বলেননি।**গত ১৭ নভেম্বর রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মে’লনে এক নম্বর সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।**আওয়ামী লীগের নীতি’নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নে’তৃবৃন্দের বেশিরভাগই চান বঙ্গবন্ধুর এই দুই উত্তরসূরি দলের নে’তৃত্বে আসুক। তারা বলছেন, জয় ও পুতুল দলের কোনো গুরুত্বপূর্ণ প’দে আসীন হলে দলের নে’তৃত্ব আরও সংগঠিত হবে। এর সুফল ভোগ করবে আওয়ামী লীগই।**আওয়ামী লীগের একাধিক সি’নিয়র নে’তা মনে করেন, বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে রাজনীতি করতে হলে বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি তথা কূটনৈতিক বিষয়ে স্পষ্ট ধারণাসম্পন্ন মানুষের নে’তৃত্বে আসা জরুরি। এসব বিষয়ে জয় ও পুতুল দুজনেই যথেষ্ট যোগ্যতাসম্পন্ন।*
*তবে জয় ও পুতুল একই সঙ্গে নে’তৃত্বে না এলেও তাদের কোনো একজন আসতে পারেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নে’তা।**এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, এটি একান্তই পার্টির সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্ত। তবে তাদেরও ইচ্ছার ব্যাপার আছে। তারা রাজনীতিতে আসবেন কিনা সেটাও তো জানার ব্যাপার আছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল ইতোমধ্যে নিজ নিজ চিন্তা-চেতনা ও কর্মদক্ষতা দিয়ে শুধু আওয়ামী লীগের নয়, দেশ ও দেশের বাইরের মানুষের মন জয় করেছেন। আমরা উন্মুখ হয়ে আছি কবে তাদের মতো উচ্চশিক্ষিত, সৎ ও কর্মদক্ষ মানুষ আওয়ামী লীগে এসে বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে নে’তৃত্ব দেবেন।**১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘা’তক চক্রের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহ’ত হওয়ার সময় মা শেখ হাসিনা এবং খালা শেখ রেহানার সঙ্গে লন্ডনে থাকায় বেঁ’চে যান জয়। পরে মায়ের সঙ্গে ভারতে রাজনৈতিক আশ্রয় মেলে তার। শৈশব ও কৈশোর কাটে ভারতেই। পড়াশোনা করেন ভারতের নৈনিতালের সে’ন্ট জো’সেফ কলেজ ও তামিলনাড়ুর পালানি হিলে’সর কোডা’ইকানাল ইন্টা’রন্যাশনাল স্কুলে। এর পর বেঙ্গালুরু বিশ্ববি’দ্যালয় থেকে কম্পি’উটার সা’য়েন্স, পদার্থ এবং গণিতে ব্যাচে’লর অব সা’য়েন্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি টে’ক্সাস ইউনিভা’র্সিটি থেকে কম্পি’উটার ইঞ্জি’নিয়ারিংয়ে আরেকটি ব্যা’চেলর ডি’গ্রি অ’ব সায়ে’ন্স অর্জন করেন। সব শেষে তিনি হা’র্ভার্ড বিশ্ব’বিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর করেন।**২০০৭ সালে জয় ওয়া’র্ল্ড ইকো’নমিক ফো’রাম কর্তৃক ‘গ্লো’বাল লি’ডার অ’ব দ্য ওয়া’র্ল্ড’ হিসেবে নির্বাচিত হন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ‘ডি’জিটাল বাংলাদেশ’ গড়ার বিষয়টি নিয়ে আসেন জয়ই। পর্দার অন্তরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে গোটা দেশে তথ্যপ্রযুক্তির বি’প্লব ঘটান এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। ২০১৪ সালের ১৭ নভেম্বর জয়কে প্রধানমন্ত্রীর ত’থ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অবৈতনিক উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।**সায়মা ওয়াজেদ পুতুল ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ব’বিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লি’নিক্যাল মনস্তত্বে স্নাতকোত্তর ডি’গ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল মনস্তত্বে বিশেষজ্ঞ ডি’গ্রি অর্জন করেন। ব্যারি বিশ্ববি’দ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লো’রিডার একা’ডেমি অ’ব সা’য়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়ে’ন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত হয়।**তিনি ২০০৮ সাল থেকে শিশুদের অটি’জম এবং স্নায়বিক জটি’লতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। স্বীকৃতিস্বরূপ বিশ্ব সং’স্থা কর্তৃক ২০১৪ সালে ডব্লি’উএইচও অ্যাক্সি’লেন্স পুরস্কারে ভূষিত হন। ২০১৩ সাল থেকে বিশ্বস্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃ’ত্বের একশজনের তা’লিকায়ও স্থান করে নিয়েছেন তিনি।*

*সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশে অটিজ’মবিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন। সেই সঙ্গে তার পরিচালিত ‘সূচনা ফাউ’ন্ডেশন’ বাংলাদেশে মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। তার উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটি’জমের মতো অবহেলিত একটি বিষয়ে আন্তর্জাতিক সম্মে’লন অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অংশ নেন।*

*তার অক্লান্ত চেষ্টায় বাংলাদেশে ‘নিউ’রো ডেভে’লপমেন্ট ডিজ্যা’বিলিটি ট্রা’স্ট অ্যা’ক্ট ২০১৩’ পা’স করা হয়। সেই সঙ্গে তার দেওয়া পরামর্শের ভিত্তিতেই জাতি’সংঘ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্ব স্বাস্থ্য সং’স্থার কার্যাবলীতে অটিজ’মের বিষয়টি তিনিই সংযুক্ত করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সং’স্থার পক্ষ থেকে অ’টিজম বিষয়ে ‘শুভেচ্ছা দূত’ হিসেবেও কাজ করছেন তিনি। আওয়ামী লীগের গবেষণা সং’স্থা সে’ন্টার ফ’র রিসা’র্চ অ্যা’ন্ড ইনফর’মেশনের (সি’আরআই) একজন ট্রা’স্টিও সায়মা ওয়াজেদ পুতুল।*

*এদিকে, আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নে’তার সঙ্গে কথা বলে জানা গেছে, দলের ৮১ সদস্যবিশিষ্ট কার্যনি’র্বাহী সংসদে এবার ব্যাপক রদবদল আনা হবে। কালি’মালিপ্তদের বা’দ দিয়ে স্বচ্ছ ভাবমূর্তির নে’তাদের নেতৃ’ত্বে আনা হবে। গুরুত্বপূর্ণ পদে থেকে যারা নিজেকে বি’তর্কিত করেছেন, তাদের অনেককে বাদ দেয়া হবে, আবার কাউকে কাউকে কম গুরুত্বপূর্ণ প’দ দেয়া হবে। কেন্দ্রীয় কমি’টিতে ব্যাপক পরিবর্তনের আভাস মিললেও দলটির শীর্ষ প’দে কোনো পরিবর্তন আসবে না। এই প’দের দা’বিদার হিসেবে এখনও অদ্বিতীয় বর্তমান সভাপতি শেখ হাসিনা। তার কোনো বিকল্প নেই আওয়ামী লীগে। নে’তাকর্মীদের মধ্যে আস্থা আর ভালোবাসার মূর্তপ্রতীক তিনি।*

*বারবার অব’সরের ঘো’ষণা দিলেও নে’তাকর্মীদের দা’বির মুখে দীর্ঘ ৩৮ বছর ধরে দলের সভাপতির দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা। এবারও তিনিই দলের সভাপতি থাকছেন তা নিশ্চিত।*
*আওয়ামী লীগে দ্বিতীয় শীর্ষপ’দ সাধারণ সম্পাদক। সভাপতি পদে শেখ হাসিনার আসাটা একরকম নিশ্চিত হলেও সাধারণ সম্পাদক প’দ নিয়ে রয়েছে জল্পনা।*
*আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মে’লন সামনে রেখে দলের সবস্তরে এখন আলো’চনা সাধারণ সম্পাদক প’দে কে আসছেন তা নিয়ে।*


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com