April 27, 2024, 8:43 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
ঢাকায় নামলো অচিন পাখি: পাইলট ছিলেন শ্যামনগরের ছেলে ক্যাপ্টেন তানভীর

ঢাকায় নামলো অচিন পাখি: পাইলট ছিলেন শ্যামনগরের ছেলে ক্যাপ্টেন তানভীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ঢাকায় এসে পৌঁছেছে। ২৪ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এটি। এরপর উড়োজাহাজটিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ বিমানের পাইলট ছিলেন শ্যামনগরের সন্তান ক্যাপ্টেন তানভীর খুরশীদ আলম কলি। তিনি পিডিবি’র সাবেক মহাপরিচালক খুরশিদ আলমের পুত্র এবং শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমনের ফুফাত ভাই। এর আগে গত ২১ ডিসেম্বর ঢাকায় আসে ‘সোনার তরী’ নামের আরেকটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর উড়োজাহাজ দুটির যাত্রা উদ্বোধন করবেন। জানা গেছে, ২৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে রওনা দেয় ‘অচিন পাখি’। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে এভারেট এয়ারফিল্ড ত্যাগ করে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনারটি। টানা ১৫ ঘণ্টা ৩০ মিনিট কোনও বিরতি ছাড়াই ওড়ার পর ঢাকায় এসেছে এই উড়োজাহাজ। গত ২০ ডিসেম্বর দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বোয়িং কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব:) এনামুল বারি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইয়াজদানী খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মোশারফ হোসেন উড়োজাহাজটি গ্রহণ করেন। অত্যাধুনিক এই উড়োজাহাজে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণির ২১টি ও ইকোনমি শ্রেণির ২৪৭টি আসনসহ মোট ২৯৮টি আসন রয়েছে।গত সেপ্টেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যাধুনিক দুটি আকাশযান কেনার ঘোষণা দেন। তিনি এগুলোর নাম রাখেন ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com